রহমান পিতৃসম, পরকীয়ার গুঞ্জন ওড়ালেন মোহিনী
নিজস্ব প্রতিনিধি, মুম্বই – ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন এ আর রহমান ও সায়রা বানু। তাঁদের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন এ আর রহমানের সহশিল্পী গিটার বাদক মোহিনী দে। তারপরেই নেটিজেনদের দাবি, রহমানের সঙ্গে মোহিনীর সম্পর্কের জন্যই বিবাহবিচ্ছেদ হয়েছে। নীরবতা ভেঙে সোজাসাপটা জবাব দিলেন মোহিনী।
সোমবার ইনস্টাগ্রামে মোহিনী জানান, ”খুব অবাক লাগছে, চারিদিকে শুধু আমাকে আর রহমানকে নিয়ে ভুয়ো খবর রটেছে। সংবাদমাধ্যম যেভাবে বিষয়টাকে নিয়ে কেচ্ছা করছে, তা ক্রাইমের পর্যায় পরে। আমার জীবনে পিতৃপ্রতিম অনেকেই রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন রহমান। তাঁর সঙ্গে ৮ বছরেরও বেশি সময় কাজ করেছি আমি। অকারণ আমাদের কলঙ্কিত করা হচ্ছে।“
এ আর রহমানের সঙ্গে দেশে-বিদেশে প্রায় ৪০ টি শোয়ে পারফর্ম করেছেন বঙ্গকন্যা মোহিনী দে। উল্লেখ্য, ১৯৯৫ সালে সায়রা বানুকে বিয়ে করেছিলেন রহমান। তাঁদের ৩ সন্তান রয়েছে। বিয়ের ২৯ বছর পর বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। কিন্তু কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা জানা যায়নি।