মোহালিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত ১, আটকে বহু
নিজস্ব প্রতিনিধি, মোহালি - শনিবার পঞ্জাবের মোহালিতে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল। মর্মান্তিক দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ১ জনের। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আটকে রয়েছেন বহু। আহত হয়েছেন বেশ কয়েকজন। উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ ও এসডিআরএফ। দুঃখ প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মোহালির সোহানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় বিকট শব্দ শুনে সেখানে ছুটে যান স্থানীয়রা। তাঁরা গিয়ে দেখেন ছয়তলা একটি বহুতল ভেঙে পড়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল, রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা। দ্রুত উদ্ধারকাজ চালানোর চেষ্টা করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যু হয়েছে। ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। মোহালির পুলিশ সুপার দীপক পারিক জানিয়েছেন, কতজন আটকে রয়েছেন, তা সঠিক ভাবে বোঝা যাচ্ছে না। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান, বেআইনি ভাবে বহুতল নির্মাণ করার জেরে দুর্ঘটনা ঘটেছে।
দুঃখ প্রকাশ করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, "সোহানা এলাকায় একটি বহুতল ভেঙে পড়ার খবর পেয়েছি। ইতিমধ্যেই প্রশাসনের পাশাপাশি উদ্ধারকারী দল উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। প্রার্থনা করছি যাতে কোনও প্রাণহানির ঘটনা না ঘটে। এই দুর্ঘটনার পিছনে যারা যারা যুক্ত তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।"