বড়দিনের আগে উদ্ধার কোকেন সহ একাধিক নিষিদ্ধ মাদক, গ্রেফতার ২
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বড়দিনের আগে বড়সড় সাফল্য কলকাতা পুলিশের। রবিবার ভোরবেলা গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কলকাতায় হানা দিয়েছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নার্কোটিক্স শাখার আধিকারিকরা। সেখান থেকে বিপুল পরিমাণে মাদক সহ গ্রেফতার করা হয় দুজনকে।
গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেল শহরের দুই জায়গায় অভিযান চালায়। পঞ্চসায়রের এক বহুতলের ১১ তলার একটি ফ্ল্যাট থেকে রবিবার সকালে পারভেজ় আলি নামে এক যুবককে গ্রেফতার করে তারা। সেইসঙ্গে ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ১৩.৫০ গ্রাম মডিএমএ ট্যাবলেট, ৫.৬১০ গ্রাম কোকেন উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে প্রায় দুই কেজি গাঁজাও।
অপরদিকে বাইপাসের ধারের মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কাছে হানা দেয়। সেখানে প্রসেনজিৎ রায় নামে এক ব্যক্তিকে ধরে চলে তল্লাশি। তার থেকেও ১.৪১ গ্রাম মডিএমএ ট্যাবলেট পাওয়া যায়। এই দুই ঘটনার সঙ্গে কোনও বড় মাদকচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।