image

রাজ্য / 15 February, 2025

সপ্তাহান্তে শিয়ালদা লাইনে বাতিল একাধিক ট্রেন! ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রেলওয়ে ট্রাফিক, লেভেল ক্রসিং সংক্রান্ত কাজ হবে শিয়ালদা শাখায়। যার জেরে সপ্তাহান্তে বাতিল প্রচুর লোকাল ট্রেন। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে শিয়ালদা ডিভিশনের তরফে। 

    সূত্রের খবর, গোবরডাঙা স্টেশনে আপ লাইনে শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ৪৫ মিনিট এবং ডাউন লাইনে শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রবিবার সকাল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত কাজ চলবে। পাশপাশি কাজ হবে কৃষ্ণনগর সিটি-লালগোলা শাখায় এবং হালিশহর থেকে নৈহাটি স্টেশনের মাঝে ডাউন লাইনেও। যার জেরে শনিবার ও রবিবার বারাসত-বনগাঁ শাখা এবং কৃষ্ণনগর-লালগোলা শাখায় মোট ৩৮টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বদল করা হয়েছে ট্রেনের টাইমেও। 

    শনিবার বাতিল করা হয়েছে শিয়ালদহ-বনগাঁ আপ ৩৩৮৫১, ৩৩৮৫৯, ৩৩৮৬১, ৩৩৮৬৩ এবং ডাউন ৩৩৮৫৪, ৩৩৮৫৬, ৩৩৮৫৮, ৩৩৮৬০ লোকাল। নৈহাটি-ব্যান্ডেল আপ ৩৭৫৫৭, ডাউন ৩৭৫৫৮, শিয়ালদহ-গেদে আপ ৩১৯২৯, ডাউন ৩১৯২৮, শিয়ালদহ-শান্তিপুর আপ ৩১৫৩৯, ডাউন ৩১৫৪২ লোকাল।

    রবিবার বাতিল হয়েছে বারাসত-বনগাঁ লোকাল আপ ৩৩৩৬৯, ডাউন ৩৩৩৬৮, শিয়ালদহ-হাবড়া আপ ৩৩৬৫১, ৩৩৬৫৩, ডাউন ৩৩৬৫২, ৩৩৬৫৪, নৈহাটি-ব্যান্ডেল আপ ৩৭৫২১, ডাউন ৩৭৫২২, শিয়ালদহ-গেদে আপ ৩১৯১১, ডাউন ৩১৯১২, শিয়ালদহ-শান্তিপুর আপ ৩১৫১১, ৩১৫১২ ডাউন, নৈহাটি-রানাঘাট আপ ৩১৭১১, ডাউন ৩১৭১২ লোকাল, শিয়ালদহ-রানাঘাট আপ ৩১৬১১, ডাউন ৩১৬১২, কৃষ্ণনগর-লালগোলা আপ ৩১৮৬১, ডাউন ৩১৮৬৪, লালগোলা-শিয়ালদহ ডাউন ৫৩১৭৮, আপ ৫৩১৭৫, কৃষ্ণনগর-আজিমগঞ্জ ডাউন ৫৩০৯২, আপ ৫৩০৯১ লোকাল।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics