মুম্বই-আরসিবি মহাযুদ্ধ, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, মুম্বই – সোমবার ১৮তম আইপিএলের ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে কামব্যাক হতে পারে জাসপ্রীত বুমরার। তবে গত ম্যাচে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। আরসিবির বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। চলতি টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে মাত্র ১ টিতে জয় পেয়েছে তাঁরা। সেখানে ৩ ম্যাচ খেলে মাত্র ১ ম্যাচে হারের মুখ দেখেছে আরসিবি।
আরসিবির অধিনায়কের দায়িত্বে রজত পাতিদার। আরসিবির হয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে নাইটদের বিরুদ্ধে তাণ্ডব চালানো ফিল সল্ট ও রজত পাতিদারকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে লেগ স্পিনার সূয়াশ শর্মাকে। অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারও রয়েছেন। যদিও প্রথম ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তিনি।
গত মরসুমে স্লো ওভার রেটের জন্য এক ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। সেই জন্য প্রথম ম্যাচে ছিলেন না তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কামব্যাক করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক। চোটের জন্য মুম্বই শিবিরে নেই জাসপ্রীত বুমরা। তবে স্বস্তির খবর ট্রেন্ট বোল্ট রয়েছেন মুম্বইয়ে। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ –
রোহিত শর্মা, রায়ান রিকলটন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্য়ান্টনার, করবিন বশ, দীপক চাহার, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ –
বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রুনাল পান্ডিয়া, জীতেশ শর্মা, টিম ডেভিড, সূয়াশ শর্মা, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল