ভাটপাড়ায় খুন তৃণমূল নেতা
নিজস্ব প্রতিনিধি,উত্তর ২৪ পরগনা - বুধবার মাত্র ৬ টি কেন্দ্রে ছিল বিধানসভা উপনির্বাচন। তাতেও পিছু ছাড়ল না অশান্তি। উপনির্বাচনেও চলল গুলি। বুধবার সকালে ভাটপাড়ায় তৃণমূলের এক বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে খবর, ভাটপাড়ার জগদ্দল পালঘাট রোডে একটি চায়ের দোকানে ঢুকে এলোপাথাড়ি গুলি ও বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন প্রেসিডেন্ট অশোক সাউকে লক্ষ্য করে ৪ টি গুলি করে তারা । তৃণমূল নেতাকে গুরুতর আহত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । পরে ঘটনাস্থলে আসে ব্যারাকপুর থানার পুলিশ। কে বা কারা গুলি চালিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
প্রসঙ্গত ২০২১ সালে ছটপুজোর সময়ে এই পালঘাট রোডেই খুন হয় আকাশ সাউ নামে এক ব্যক্তি। সেই মামলায় নাম জড়িয়েছিল অশোক সাউ ও তার ভাইয়ের নামে। ২০২৩ সালে ওই চায়ের দোকানেই অশোক সাউয়ের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। তবে কি সেই খুনের বদলা এই বোমা বাজি। সে নিয়েও প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।