মুর্শিদাবাদের মাদ্রাসায় জঙ্গি সংগঠনের ছক, গ্রেফতার এবিটি সদস্য আব্বাস
নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - জেএমবি জঙ্গি সন্দেহে হরিহরপাড়ার থেকে আব্বাস আলিকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করেই মিলেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।বাংলাদেশ পালানোর জন্য পাসপোর্ট তৈরি করে রেখেছিল আব্বস।
সূত্রের খবর, নাশকতার ছক বাংলায়। জেএমবি জঙ্গি সন্দেহে হরিহরপাড়ার থেকে আব্বাস আলি ও মিনারুল শেখ গ্রেফতারির পর একাধিক নয়া তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হতে। আসাম থেকে বেশ কয়েক জন আব্বাসের বাড়িতে এসে কয়েকদিন ছিল বলে খবর। যে ৪টি মোবাইল ফোন তদন্তকারী আধিকারিকরা উদ্ধার করেছিল তারমধ্যে একটি গ্রুপের সন্ধান পেয়েছে গোয়েন্দারা। সেই গ্রুপের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। যারা কেরালায় কাজ করত। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
তদন্তকারীরা জানান যারা আসাম থেকে এসেছিল তারাই জে এম বি সংগঠনের সদস্য। আব্বাস যে মাদ্রাসাটি খুলেছিল সেই মাদ্রাসার আড়ালেই জে এম বি সংগঠনের মডিউল তৈরি করায় তাদের উদ্দেশ্য ছিল। তবে আব্বাস যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তা মানতে নারাজ তার পরিবারের লোকেরা। তাদের দাবি মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে আব্বাসকে।
আব্বাসের স্ত্রী সাকিলা খাতুন বলেন, "আমার স্বামী খুব সাদাসিধে মানুষ। ও বেশিরভাগ সময় বাড়িতেই থাকত। আর কয়েকমাস আগে মাদ্রাসা খুলে সেখানে বাচ্চাদের পড়াত। কোনোভাবেই ও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত না। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর আমরা কোনো খোঁজ পাইনি। আমি চাই আমার স্বামীকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।"