News details

image

Rabi Mondal / 11 December, 2024

জ্বলছে মায়ানমার-বাংলাদেশ সীমান্ত, বিদ্রোহীদের দখলে মংডু

নিজস্ব প্রতিনিধি, মংডু – সিরিয়ার পর গৃহযুদ্ধে জ্বলছে মায়ানমার। মায়ানমার থেকে আরাকানকে আলাদা করে দেশ ঘোষণা করতেই লড়াই শুরু হয়েছে। লড়াই চলছে বার্মিজ সেনার সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর। এর মধ্যে অন্যতম আরাকান আর্মি। এর মধ্যেই মায়ানমার-বাংলাদেশ সীমান্তে মংডু শহর দখল করে নিয়েছে বিদ্রোহীরা।

আরাকান আর্মির মুখপাত্র খাইং থুকা জানিয়েছেন, মংডু শহরের সেনাঘাঁটি দখল করে নিয়েছে তাঁরা। মায়ানমার-বাংলাদেশ সীমান্তের ২৭১ কিলোমিটার দীর্ঘ এলাকা এখন তাঁদের দখলে। এখনও পর্যন্ত এই নিয়ে কিছুই জানায়নি মায়ানমারের জুন্টা সরকার। সূত্রের খবর, মংডু শহরের সেনাঘাঁটির কমান্ডার ব্রিগ যেন থুরেন তুনকে বন্দি করা হয়েছে। 

উল্লেখ্য, বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে রয়েছে টিএনএলএ (তাং ন্যাশনাল লিবারেশন আর্মি), আরাকান আর্মি ও এমএনডিএএ (মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি)। এই তিন বিদ্রোহী গোষ্ঠীর জোটের নাম ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’। ২০২৩ সালের ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে বিদ্রোহী জোট।