বিধাননগরে পুলিশি হেফাজতে রহস্যমৃত্যু
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ফের আসামীর মৃত্যু হল পুলিশি হেফাজতে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বিধাননগর পূর্ব থানায়। পুলিশের দাবি হাজতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয়েছে। মৃতের নাম রতিশ দেবনাথ। যদিও পুলিশের মারের চোটে এই ঘটনা বলে দাবি অনেকের।
পুলিশ সূত্রে খবর, নদিয়ার হরিপাড়ার বাসিন্দা রতিশ দেবনাথ। তাঁর বিরুদ্ধে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি ও প্রতারণার অভিযোগ রয়েছে। তারই ভিত্তিতে রানাঘাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বিধাননগর মহকুমা আদালত তাঁর পুলিশ হেফজতের নির্দেশ দেয়। তারপর থেকে জেলেই বন্দী রতিশ। কিন্তু বৃহস্পতিবার আচমকা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন রতীশ। দুপুর ১টা নাগাদ তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে আনা হয়। চলছিল চিকিৎসা। কিন্তু, বিকাল সাড়ে চারটে নাগাদ মৃত্যু হয় তাঁর।
হাসপাতাল সূত্রে খবর, মৃতের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সেই ক্ষত কীভাবে হল তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। তবে কী পুলিশ হেফাজতে থাকাকালীন মারধর করা হয়েছে তাঁকে? মারের চোটে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি উঠছে নানান প্রশ্ন। পুলিশ হেফাজতে মৃত্যু ঘিরে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যু বিষয়ে ধোঁয়াশা কিছুটা কাটবে।