তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নদীয়ার আসাননগর
নিজস্ব প্রতিনিধি, নদীয়া - তৃণমূল বিজেপি সংঘর্ষে আবারো উত্তপ্ত নদীয়ার আসাননগর। ভীমপুর থানার আসাননগর পঞ্চায়েতে রবিবার সন্ধ্যা নাগাদ এক তৃণমূল কর্মী বাজার করে ফেরার সময় বিজেপির কর্মীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দু পক্ষের মধ্যে শুরু হয় ঝামেলা।
সূত্রের খবর, আসাননগর এলাকার বাসিন্দা আমানতুল্লা মন্ডল পিতা সাগর আলী মন্ডল, পোড়াগাছা পঞ্চায়েতের বাসিন্দা। রবিবার সন্ধ্যায় বিজেপি কর্মী রাজেশ মন্ডল, প্রভাত দাস আমানতুল্লার বাইক আটককে মদ খাওয়ার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধর করার পরে এসে পাশের দোকান জয়পুর মার্বেলের ভিতর ঢুকে পড়লে সেখান থেকে নিয়ে এসে সিসিটিভি ক্যামেরার সামনেই তাকে বেধড়ক মারতে থাকে।
পরবর্তীতে স্থানীয় লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আসাননগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তৃণমূলের সমর্থক পিন্টু ,রিপন ও পার্থ সহ একাধিক ছেলেরা মিলে আসাননগর বাজারে রাজেশ মন্ডল এর বাবা গণেশ মণ্ডল কে দেখতে পেয়ে বেধড়ক মারে। তখন ফের স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে যায়।উভয় পক্ষই ভীমপুর থানায় অভিযোগ দায়ের করে। প্রশাসন সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছে।