রাজতন্ত্র ইস্যুতে উত্তাল নেপালের সংসদ, মুলতুবি অধিবেশন
নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল প্রতিবেশী দেশ নেপাল। এবার এর আঁচ গিয়ে পড়ল নেপালের সংসদেও। এর জেরে মুলতুবি হয়ে যায় অধিবেশন। সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী ওলি।
নেপালের সংসদের সচিবালয়ের দাবি, 'প্রযুক্তিগত ত্রুটির' জেরে অধিবেশনের সরাসরি সম্প্রচার করা যায়নি। সংসদে হট্টগোলের অডিওবিহীন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখে গিয়েছে, ওয়েলে নেমে প্রতিবাদ জানাচ্ছেন সংসদ সদস্যরা। একাধিক বার তাঁদের থামানোর চেষ্টা করেন স্পিকার দেবরাজ ঘিমিরে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।
প্রধানমন্ত্রী কেপি ওলির শাসকগোষ্ঠী অভিযোগ, গত ২৮ মার্চের হিংসা নিয়ে আলোচনা বানচাল করতেই সংসদে হট্টগোল করেছে বিরোধীরা। ওলি সর্বদলীয় বৈঠকের ডাক দিলেও, সেখানে ডাকা হয়নি রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টিকে। সূত্রের খবর, প্রধান বিরোধী দলনেতা তথা সিপিএন (মাও সেন্ট্রাল) নেতা পুষ্প কমল দহালের সঙ্গে কথা বলেছেন নেপালের প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, হিংসার আগুনে জ্বলছে নেপাল। প্রতিবেশী দেশে রাজতন্ত্র ফেরানোর দাবিতে পথে নেমেছে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহর সমর্থকরা। হিংসা, অগ্নিসংযোগ ও মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে। পরিস্থিতি সামাল দিতে রাজপথে টহলদারি চালাচ্ছে সেনা। এই আবহে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহকে জরিমানা করা হয়েছে।
সূত্রের খবর, বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। কর্মকর্তাদের দাবি, এই বিক্ষোভের পিছনে জ্ঞানেন্দ্র রয়েছেন। তাঁকে জরিমানা করা হয়েছে। শনিবার কাঠমান্ডুর পুরসভার মেয়র বলেন্দ্র শাহ চিঠি লিখে জরিমানা আরোপ করেছেন জ্ঞানেন্দ্র শাহের ওপর। চিঠিতে তাঁকে ক্ষতিপূরণ বাবদ ৭ লক্ষ ৯৩ হাজার নেপালি টাকা দিতে বলা হয়েছে।