News details

image

Rabi Mondal / 29 November, 2024

জীবনের নতুন ইনিংস শুরু, গাঁটছড়া বাঁধলেন মহসিন খান

নিজস্ব প্রতিনিধি, গুজরাত – জীবনের নতুন ইনিংস শুরু করলেন উত্তরপ্রদেশের বাঁ-হাতি মিডিয়াম ফাস্ট বোলার মহসিন খান। চলতি মাসে গাঁটছড়া বেঁধেছেন তিনি। ইন্সটাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন মহসিন। শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মহসিনের অনুগামীরা।

স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে মহসিন খান লিখেছেন ১৪.১১.২০২৪। সুতরাং, এর থেকে বোঝা যাচ্ছে, ১৪ নভেম্বর বিয়ে করেছেন তিনি। বিয়ের ২ সপ্তাহ পর ছবি পোস্ট করেছেন লখউয়ের ক্রিকেটার। মহসিনের পরনে ছিল কালো রংয়ের ব্লেজার। তাঁর স্ত্রী লাল-কমলা রংয়ের লেহেঙ্গা পরেছিলেন।

আইপিএল ২০২৫-এ মহসিনকে দেখা যাবে লখনউ সুপার জায়ান্টসের জার্সি গায়ে। জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামের আগেই তাঁকে ৪ কোটি টাকা রিয়ে রিটেন করেছে সঞ্জীব গোয়েঙ্কার দল। বর্তমানে মহসিন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন মহসিন।