রণবীরের সঙ্গে কী বিচ্ছেদ নিক্কির? জল্পনা তুঙ্গে
নিজস্ব প্রতিনিধি, মুম্বই - রোস্ট শো ইন্ডিয়াস গট লেটেন্টে মা-বাবার যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্য করেন বিখ্যাত ইউটিউবার রণবীর আল্লাহবাড়িয়া। এই আবহে রণবীরের সঙ্গে কী বিচ্ছেদ হতে চলেছে প্রেমিকা নিক্কি শর্মা? এই নিয়ে জল্পনা তুঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় নিক্কি শর্মা লিখেছেন, "তোমার শরীর যে কেবল খাবার খেতে আগ্রহী হয় না তা নয়, তোমার শরীর এনার্জিকেও বাতিল করে। বাতিল করে কিছু কিছু জায়গা, কিছু কিছু মানুষ, বিশ্বাস আর অনেক কিছু শোনাকেও।"
উল্লেখ্য, সম্প্রতি রোস্ট শো ইন্ডিয়াস গট লেটেন্টে অতিথি হিসেবে গিয়েছিলেন বিখ্যাত ইউটিউবার রণবীর আল্লাহবাড়িয়া। সেখানে মা-বাবার যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। তাঁর মন্তব্যে হাসাহাসি করেন রায়না সহ বাকিরা। এরপরই রণবীর আল্লাহবাড়িয়া, সময় রায়না, অপূর্ব মুখিজার নামে অভিযোগ দায়ের করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক প্রতিযোগীর উদ্দেশ্যে রণবীর আল্লাহবাড়িয়া বলেন, "আপনি কি আপনার বাবা মাকে আজীবন সেক্স করতে দেখবেন নাকি আপনিও তাতে একবার যোগ দিয়ে সেটাকে চিরতরে বন্ধ করবেন?" যা শুনে হতবাক নেটপাড়া। সূত্রের খবর, মুম্বই কমিশনার ও মহারাষ্ট্র ওমেন্স কমিশনের কাছে ইন্ডিয়াস গট লেটেন্ট শোয়ের অর্গানাইজার সহ বিচারকদের নামে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ যে এমন মন্তব্য করা হয়েছে যাতে এটা নিয়ে বিতর্ক তৈরি হয়। তা থেকে উপার্জন করা যায়। তরুণ বা নতুন প্রজন্মের উপর কী প্রভাব পড়তে পারে? মেয়েদের সম্মান এসব নিয়ে কিছুই ভাবেননি তাঁরা।
ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চেয়ে রণবীর বলেন, "আমার মন্তব্য শুধু অনুপযুক্ত নয়, হাস্যকরও ছিল না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। ক্ষমা চাইছি। যা বলেছি, তা অত্যন্ত ভুল ছিল। কোনওভাবেই ওই কথাটা বলা আমার ঠিক হয়নি। আমার পডকাস্ট সবরকম বয়সের মানুষজন দেখেন। আমি চাই না, সেখানকার কোনও কথা কাউকে অসম্মান করুক। পরিবারকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না।"