'ময়ূরপঙ্খী কাককে কেউ বিশ্বাস করে না', শুভেন্দু প্রসঙ্গে কটাক্ষ ফিরহাদের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠান করলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। দলের প্রতিষ্ঠা দিবসে শুভেন্দুকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, "ময়ূরপঙ্খী কাককে কেউ বিশ্বাস করেনা। যে আদর্শ নিয়ে জন্মেছে সেই কাজ করো।"
বুধবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ফিরহাদ বলেন, "তৃণমূল কংগ্রেস মানে পাওয়ারে এলাম। পাওয়ারে থাকলাম পুলিশ স্যালুট করছে। তৃণমূল নেতা হাঁটলে তার পিছনে এমনিতেই ১০০ টা করে লোক ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়।তৃণমূল কংগ্রেস মানে আত্মত্যাগ।"
সম্প্রদায় নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দলের অন্দরে সমালোচনার মুখে পড়েছিলেন ফিরহাদ। এবার সেই ভুল শুধরে নিয়ে তৃণমূল নেতা বলেন, "আমরা সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। আমার বক্তব্য থেকে একটা লাইন দেখায় যেটা সাম্প্রদায়িক।ববি হাকিমের মৃত্যু হয়ে যাবে সাম্প্রদায়িক হবে না।আমার মৃত্যুর পর ৬ ফুট মাটির তলায় দেহ মিশে যাবে।ভারতের মাটিতে মিশবে।আমি কি ভারতীয় নয়???আজকে একটাই স্লোগান কমিউনালিজম হাটাও দেশ বাঁচাও।"
মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে মেয়র বলেন, "আমি বিশ্বাস করি নেত্রীর আন্দোলন। নেত্রী যেভাবে নিজেকে ক্ষয় করে ধীরে ধীরে দলটাকে তৈরি করেছে। বহু গরীব মানুষের আশা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ সমর্থন করে। তৃণমূল কংগ্রেসের বড় বড় থিওরি নেই। আমাদের শুধু একটাই নীতি ফর দ্য পিপল বাই দ্য পিপল। আমরা সিঙ্গুর, নন্দীগ্রাম জানি। তার আগেও অনেক আন্দোলন রয়েছে। দীর্ঘ ইতিহাস নিয়েই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে।"
এছাড়া বিরোধী দলকে আক্রমণ করে ফিরহাদ বলেন, "মমতা ব্যানার্জি যে বেঁচে আছেন সেটাই আশ্চর্য। তাঁর ওপর যেভাবে আক্রমণ হয়েছে। ইতিহাস ভুলে গেলে চলবে না। নেত্রীর সংগ্রাম ভুলে গেলে চলবে না। বিজেপির প্যানিক দিবস কুৎসা শেষ কথা বলবে না। এটা করতে যাচ্ছে বলে বছরের পর বছর ওরা পরাজিত হয়েই যাচ্ছে। আমরা পার্টির তরফ থেকে যে কাজ করি সেখানে আমরা কোন দল সেটা দেখি না।"