News details

image

Rabi Mondal / 23 November, 2024

মহারাষ্ট্রে গেরুয়া ঝড়, কে হবেন মুখ্যমন্ত্রী?

নিজস্ব প্রতিনিধি, মুম্বই – মহারাষ্ট্র লোকসভা নির্বাচনে দাপট দেখিয়ে বিরোধীরা জিতেছিল ৩১ টি আসন। মাত্র ১৭ টি আসন জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল শাসক শিবিরকে। কিন্তু ৪ মাস পর বিধানসভা নির্বাচনে বদলে গেল সম্পূর্ণ চিত্রটা। বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে গেরুয়া ঝড়। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। প্রশ্ন উঠছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন?

দুপুর ১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১২৫-এর বেশি আসনে এগিয়ে বিজেপি। শিব সেনার শিণ্ডে শিবির ৫৬ টি ও এনসিপির অজিত পাওয়ার শিবির ৩৭ টি আসনে এগিয়ে রয়েছে। সব মিলিয়ে মোট ২২০-র বেশি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট। ৫০ টির বেশি আসনে এগিয়ে কংগ্রেস জোট।  

এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, ”আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। আমি মহারাষ্ট্রের ভোটারদের ধন্যবাদ জানাই। এটা বিপুল জয়। আমি আগেই বলেছিলাম মহাজুতি দুরন্ত জয় পাবে। মহাজুতির সমস্ত কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি।“ মুখ্যমন্ত্রী কে হবেন, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তিন দল একসঙ্গে এই সিদ্ধান্ত নেবে।”