News details

image

Rabi Mondal / 17 December, 2024

লোকসভায় ‘এক দেশ, এক নির্বাচন’ বিল পেশ, সরব বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – গত বছর থেকে শিরোনামে ছিল ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। মঙ্গলবার লোকসভায় ‘এক দেশ, এক নির্বাচন’ বিল পেশ করা হল। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি (জেপিসি) বা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হচ্ছে এই বিল। তবে এই বিলের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিরোধীরা।

এদিন দুপুর ১২টায় লোকসভায় ‘এক দেশ, এক নির্বাচন’ বিল পেশ করেন কেন্দ্রীয় আইন প্রতিমন অর্জুনরাম মেঘওয়াল। এরপরই এই বিলের বিরোধিতা করে সরব হন বিরোধীরা। কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি বলেন, “এই পদ্ধতি গণতন্ত্রের মূল ভাবনার পরিপন্থী।“ সপা সাংসদ ধর্মেন্দ্র যাদব বলেন, যারা একসঙ্গে ৮ রাজ্যে বিধানসভা নির্বাচন করাতে পারছে না, তারা কোন মুখে গোটা দেশে একসঙ্গে নির্বাচনের কথা বলে?”  

বিরোধিতা করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এনসিপি (শরদ পওয়ার)-র সুপ্রিয়া সুলে, কংগ্রেসের মণীশ তিওয়ারি, ডিএমকে-র টিআর বালু। পাল্টা বিজেপির তরফ থেকে আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল জানান, “রাজনৈতিক উদ্দেশ্যে এক দেশ, এক নির্বাচনের বিরোধিতা করা হচ্ছে। নির্বাচন প্রক্রিয়া সহজ করার জন্যই এই বিল আনা হয়েছে। রাজ্যের ক্ষমতায় কোনও হস্তক্ষেপ করা হচ্ছে না।”