এক দেশ এক নির্বাচন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ অভিষেকের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - 'এক দেশ এক ভোট'বিলের প্রতিবাদে আগেই সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। "যারা বাংলায় আট দফায় ভোট করায়, তাঁরা নাকি দেশে এক দফায় নির্বাচন করাবে" এই বলে তোপ দাগেন অভিষেক। ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে বিজেপি বলেও অভিযোগ করেন তিনি।
সোমবার সংসদের বাইরে সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "দেশের ১৪০ কোটি মানুষের অধিকার কেড়ে নিয়ে, তাদের বিভ্রান্ত করছে কেন্দ্রের সরকার! এখন এক দেশ এক নির্বাচন নিয়ে জোর আলোচনা চলছে। অথচ ২০২৪ সাল বাংলার বিধানসভা ভোট সাত দফায় হয়েছে। ২০২১ সালে আট দফায়। ঝাড়খণ্ডের মতো ছোটো রাজ্যেও একাধিক দফায় ভোট করিয়ে থাকে নির্বাচন কমিশন। এরকম যখন অবস্থা তখন এক দেশ এক নির্বাচন কীভাবে সম্ভব? এভাবে ভোট হলে তা মানুষের অধিকার হরণ করার সামিল হবে।২ বছর অন্তর অন্তর যদি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে থাকে তবে কেন্দ্র সরকার চাপে থাকে। মানুষের অধিকার কেড়ে নেওয়া, সংবিধান বদলে দেওয়ার প্রচেষ্টা এটা। আমরা আগেই বলেছিলাম। দেশবাসীর ৫ বছরে ছবার ভোট দেওয়ার অধিকার কেড়ে একবার ভোট দিতে বলছে। এটা হয় নাকি?"
তৃণমূল সাংসদ আরও বলেন, "আমার অধিকার আমি লোকসভায় একবার ভোট দেব, বিধানসভায় একবার ভোট দেবে, পুরসভা, পঞ্চায়েতে একবার করে ভোট দেব। এক দেশ এক নির্বাচন মানে তো আমার সেই অধিকার ছিনিয়ে নেওয়া। সরকার তো পাহারাদার। তাদের যদি বলা হয় ৩০ দিনের মধ্যে দু’দিন ডিউটি করো, তাহলে হবে? এই এক দেশ এক নির্বাচন তো অনেকটা সেরকমই। এর কোনও ভিত্তি নেই। পাঁচ বছরে মানুষের ছবার ভোট দেওয়ার অধিকার রয়েছে। সরকার বলছে সে অধিকার কেড়ে নেবে। যেমন করে দিল্লিতে অর্ডিন্যান্স জারি করে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে ফেলেছে। ১৪০ কোটি মানুষের ক্ষমতাও এভাবেই কুক্ষিগত করে নিতে চাইছে কেন্দ্র। এ বার তো বলবে ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান নেশন ওয়ান লিডার। এগুলো আসলে সংবিধান বদলে ফেলার প্রয়াস।আমরা যত দিন আছি এগুলো কিছুতেই করতে দেব না।"