image

দেশ / 28 March, 2025

ভূস্বর্গে অভিযান অব্যাহত, খতম ৩ জঙ্গি, শহিদ ৪ পুলিশকর্মী

নিজস্ব প্রতিনিধি, কাঠুয়া – রবিবার থেকে শুরু হয়েছে জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযান। গত চারদিন ধরে খতম করা হয়েছে ৩ জঙ্গিকে। তবে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৪ জন পুলিশকর্মী। আহত আরও ৫ পুলিশ। জঙ্গি দমন অভিযান এখনও জারি রয়েছে। 

সূত্রের খবর, লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, সেনার সঙ্গে এনএসজি, বিএসএফ ও সিআরপিএফের বাহিনী। তল্লাশি শুরু হয়েছে হেলিকপ্টার, ড্রোন, স্নিফার ডগ দিয়েও। বৃহস্পতিবার সকাল থেকে জাখোল গ্রাম সংলগ্ন এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। দিনভর লড়াইয়ে খতম ৩ জঙ্গি। প্রাণ হারিয়েছেন ৪ পুলিশ। 

আহত পুলিশদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার সকালে ৩ জঙ্গিকে খতম করার আগেই শহিদ হয়েছেন ৪ পুলিশকর্মী। তবে তাঁদের দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। 

দিন কয়েক আগেই হীরানগর সেক্টরে ভারত-পাক সীমান্তের সান্যাল গ্রামে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীকে খবর দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনাস্থলে পৌঁছয় জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ, সিআরপিএফ এবং ভারতীয় সেনার যৌথ দল। জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। গুলির লড়াইয়ে আহত ১ নাবালিকাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চিকিৎসক জানিয়েছেন, নাবালিকার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। সূত্রের খবর, সোমবার সকাল থেকে ফের জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে সেনা। কাঠুয়ায় ৫ জঙ্গিকে ঘিরে আছে বাহিনী। জঙ্গিরা এক দম্পতি ও নাবালিকাকে বন্দি বানিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সেই সময় আহত হয় নাবালিকা।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics