image

দেশ / 01 April, 2025

ভূস্বর্গে অভিযান অব্যাহত, কোণঠাসা ৩ জইশ জঙ্গি

নিজস্ব প্রতিনিধি, কাঠুয়া – জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযান অব্যাহত রয়েছে। সোমবার রাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফের গুলির লড়াই শুরু হয়েছে জইশ-ই-মহম্মদ জঙ্গিদের। ত্রিফলা অভিযানে নেমেছে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা, এনএসজি, বিএসএফ এবং সিআরপিএফ। এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সাফাইয়া'। 

গোপন সূত্রে খবর পেয়ে কাঠুয়ার বিল্লাওয়ার এলাকার পাঞ্জতিরথিতে যৌথভাবে অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ভারতীয় সেনাবাহিনী এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের ৩ জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনাবাহিনীর জওয়ানরা। সেনা সূত্রে খবর, নিরাপত্তার বাহিনীর গুলিতে আহত হয়েছে এক জঙ্গি। ঘটনাস্থলে পৌঁছেছেন সিআরপিএফ-এর আইজি জিকে রাও এবং জম্মু-কাশ্মীর পুলিশের ডিআইজি শিবকুমার শর্মা। 

পাঞ্জতিরথি এলাকার একটি ঘন জঙ্গল ও পাহাড়ি অঞ্চলে আটকে রয়েছে ৩ জঙ্গি। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। ড্রোন ও হেলিকপ্টার দিয়ে চালানো হচ্ছে নজরদারি। পাঞ্জতিরথি এলাকার ঘন জঙ্গল ও পাহাড়ি ভূখণ্ড অভিযানকে চ্যালেঞ্জিং করে তুলেছে। তবে সেনাবাহিনীর প্যারা ফোর্সেস এবং এসওজি-র সমন্বিত প্রচেষ্টায় জঙ্গিদের পালানোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে। 
 
গত সপ্তাহে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ, সেনার সঙ্গে এনএসজি, বিএসএফ ও সিআরপিএফের বাহিনী। তল্লাশি শুরু হয় হেলিকপ্টার, ড্রোন, স্নিফার ডগ দিয়েও। বৃহস্পতিবার সকাল থেকে জাখোল গ্রাম সংলগ্ন এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। দিনভর লড়াইয়ে খতম ৫ জঙ্গি। প্রাণ হারিয়েছেন ৪ পুলিশ। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ”এই অভিযানে ৫ জঙ্গির মৃত্যু হয়েছে, শহিদ হয়েছেন ৫ পুলিশকর্মী। পাশাপাশি একজন ডিওয়াইএসপি ও এক জন প্যারাকমান্ডার আহত হয়েছেন।“

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics