আদানি ঘুষ কাণ্ড সহ বিভিন্ন ইস্যু নিয়ে সরব বিরোধীরা, মুলতুবি শীতকালীন অধিবেশন
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতেই আদানি ঘুষ-প্রতারণা কাণ্ড সহ বিভিন্ন ইস্যু নিয়ে সরব হয় বিরোধীরা। সংসদের দুই কক্ষেই হুলস্থূল কাণ্ড। বিরোধীদের হট্টগোলের জেরে ২ দিনের জন্য মুলতুবি হয়ে যায় শীতকালীন অধিবেশন।
সংসদে আদানি ঘুষ-প্রতারণা কাণ্ড, উত্তরপ্রদেশের সম্ভলে শাহি জামা মসজিদকে কেন্দ্র করে হিংসা ও উত্তপ্ত মণিপুর নিয়ে সুর চরায় বিরোধীরা। বিরোধীদের হট্টগোলের জেরে প্রথমে দুপুর ১২টা পর্যন্ত দুই কক্ষে অধিবেশন মুলতুবি করা হয়। পরে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
অধিবেশন শুরুর আগে নাম না করে বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “দুর্ভাগ্যবশত মুষ্টিমেয় কয়েকজন লোক গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। সংসদের কার্যকলাপ বন্ধ করে তাঁদের লাভ কিছুই হয় না, যেটা হয় তা হল ওদের থেকে আরও দূরে সরে যায় মানুষ।“
ভারতীয় সংবিধানের ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই জন্য বিশেষ যৌথ অধিবেশনে বসবে সংসদের লোকসভা ও রাজ্যসভায়। তাই আলাদা করে দুই কক্ষে কোনও অধিবেশন হবে না। আগামী বুধবার সকাল ১১টা নাগাদ দুই কক্ষে ফের শুরু হবে শীতকালীন অধিবেশন।