অরেঞ্জ আর্মি-নাইট মহারণ, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বৃহস্পতিবার ১৮তম আইপিএলের ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। জয় পেতে মরিয়া নাইটরা। ছেড়ে দেওয়ার পাত্র নয় অরেঞ্জ আর্মিও। এখনও পর্যন্ত দুই দল চলতি আইপিএলে ৩ টি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে কেকেআর ও হায়দরাবাদ ১ টি করে ম্যাচে জয় পেয়েছে।
সানরাইজার্সের ব্যাটিং হোক বা বোলিং সব বিভাগই যথেষ্ট শক্তিশালী। ব্যাটিংয়ে যেমন অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি রয়েছেন তেমনই বোলিংয়ে অধিনায়ক প্যাট কামিন্স থেকে মহম্মদ শামি আছেন। সবথেকে বড়ো কথা অরেঞ্জ আর্মির অধিনায়কের দায়িত্বে রয়েছেন বিশ্ব জয়ী অধিনায়ক প্যাট কামিন্স।
অভিজ্ঞতার উপরেই ভরসা রাখবে কেকেআর। ওপেনিংয়ে দেখা যেতে পারে কুইন্টন ডি’কক ও অজিঙ্ক রাহানেকে। এরপর একে একে মাঠে নামবেন ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ –
কুইন্টন ডি’কক, সুনীল নারিন, অংক্রিশ রঘুবংশী, আজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনরিখ নর্টজে
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ -
ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, রাহুল চাহার, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা