হায়দরাবাদে অরেঞ্জ আর্মি-পাঞ্জাবের মহাযুদ্ধ, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ - শনিবার আইপিএলে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। এখনও পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ ৫ ম্যাচ খেলে মাত্র ১ ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচ নিজেদের নামে লিখিয়েছে পাঞ্জাব। মাত্র ১ টি ম্যাচে হেরে গিয়েছে তাঁরা।
গত মরশুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়াস আইয়ারের কাঁধে রয়েছে পাঞ্জাবের দায়িত্ব। বাইশ গজে তাণ্ডব চালাচ্ছেন তিনি। রীতিমতো প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন শ্রেয়াস। পাঞ্জাবের টিমকে বলাই চলে ‘মিনি অস্ট্রেলিয়া’। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, জাভিয়ের বার্লেট, অ্যারন হার্ডি, জশ ইংলিশ মতো তাবড় তাবড় অস্ট্রেলিয়ানরা রয়েছে পাঞ্জাবে। আফগান অলরাউন্ডার আজমতুল্লা ওমরজাই, কিউই পেসার লকি ফার্গুসন, প্রোটিয়া বাঁ হাতি পেসার মার্কো জানসেনের মতো তারকারাও রয়েছে পাঞ্জাব কিংসে। সব মিলিয়ে একেবারে পরিণত টিম পাঞ্জাব।
সানরাইজার্সের ব্যাটিং হোক বা বোলিং সব বিভাগই যথেষ্ট শক্তিশালী। ব্যাটিংয়ে যেমন অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি রয়েছেন তেমনই বোলিংয়ে অধিনায়ক প্যাট কামিন্স থেকে মহম্মদ শামি আছেন। সবথেকে বড়ো কথা অরেঞ্জ আর্মির অধিনায়কের দায়িত্বে রয়েছেন বিশ্ব জয়ী অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ -
ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, রাহুল চাহার, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ –
প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, নেহাল ওয়াদেরা, মার্কাস স্টইনিস, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, হরব্রীত বার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল