News details

image

Rabi Mondal / 10 December, 2024

বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্যের বার্তা পাক ধর্মগুরুর 

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে। ভেঙে দেওয়া হচ্ছে মন্দির। পুড়িয়ে দেওয়া হচ্ছে মূর্তি। এই পরিস্থিতিতে প্রকাশ্যে বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্যের বার্তা দিল পাক কট্টরপন্থী ধর্মগরু। বাংলাদেশ জিন্দাবাদ বলে স্লোগানও দেন তিনি।

পাক ধর্মগুরু বলেন, “বাংলাদেশের ভাইদের বলছি, পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের। কেউ চোখ তুলে দেখলে, উপড়ে নেওয়া হবে। হাত তুললে ভেঙে দেওয়া হবে। আজ আমরা আমাদের বাঙালি ভাইদের জবাব দিচ্ছি। তাদের উদ্দেশ্যেই বলছি, এই পাকিস্তান তোমাদের। কারোর সাহস থাকলে চোখ উঠিয়ে দেখুক।“

উল্লেখ্য, দিন কয়েক আগেই বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধানদের মুখে কলকাতা সহ উত্তর-পূর্ব ভারত দখলের কথা শোনা গিয়েছিল।