পাকিস্তান এমন মিসাইল তৈরি করছে যা আঘাত হানতে পারবে আমেরিকায়! দাবি হোয়াইট হাউসের
নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – পাকিস্তান এমন মিসাইল তৈরি করছে যা আঘাত হানতে পারবে দক্ষিণ এশিয়ার বাইরের যে কোনও দেশে। এমনকি আমেরিকার মতো দেশেও নাকি পাকিস্তানের তৈরি ওই মিসাইল আঘাত হানার ক্ষমতা রয়েছে। এমনটাই দাবি করেছেন হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
সম্প্রতি আমেরিকার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার এক অনুষ্ঠানে জানান, “আমাদের মনে হচ্ছে পাকিস্তানের কার্যকলাপ আমেরিকার জন্য ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হচ্ছে।“ উল্লেখ্য, পাকিস্তানের নতুন ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স ও তিনটি প্রতিষ্ঠানকে 'গণবিধ্বংসী অস্ত্রের সরবরাহকারী' আখ্যা দেওয়া হয়েছে। জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এর ফলে পাকিস্তানের এই সংস্থাগুলির যেকোনও মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে ওয়াশিংটন।