News details

image

Rabi Mondal / 18 December, 2024

পাকিস্তানি মর্টার শেল উদ্ধার দিনহাটায়

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - ভারত বিদ্বেষী আগুনে জ্বলছে বাংলাদেশ। বাড়ছে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কাও। সেই আবহে বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার সাহেবগঞ্জ এলাকার চাষের জমি থেকে উদ্ধার হল পাকিস্তানি মর্টার। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি হয়ত পুরনো কোনো সামরিক সরঞ্জাম, যা হয়তো কোনোভাবে সীমান্ত এলাকায় এসে পড়েছে। তবে সীমান্ত এলাকা হওয়ায় এর সঙ্গে নিরাপত্তাজনিত কোনও সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

 সূত্রের খবর, মঙ্গলবার বিকালে সীমান্তের কাঁটাতার ঘেঁষা ঝিকরি ক্যাম্প সংলগ্ন এলাকায় বীজতলা তৈরি করছিলেন স্থানীয় বাসিন্দা হিতেন মোদক। সেই সময় লোহার মতো একটি জিনিস দেখতে পান। সেটির গায়ে পাকিস্তান লেখা রয়েছে। কী সেটা প্রথমে বুঝতেই পারেননি তিনি। পরে বুঝতে পেরে ‘বোম, বোম’ বলে চিৎকার করে ওঠেন তিনি। খবর দেওয়া হয় বিএসএফকে। বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর লোকজন সেখানে গিয়ে পৌঁছন। এরপর মর্টারটি নিরাপদে মাটির গর্তে রেখে সেটিকে বস্তা দিয়ে ঢেকে রাখেন। পরে বিন্নাগুরির বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। বোম স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে এসে মর্টারটি নিষ্ক্রিয় করে।

 কোচবিহারের সীমান্ত এলাকায় মর্টার শেল পাওয়ার ঘটনা নতুন নয়। তবে শেলের গায়ে ‘পাকিস্তান’ লেখা নিয়েই রহস্য দানা বেঁধেছে। কোথা থেকে সেটি এল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই মর্টারটি দীর্ঘ কয়েক দশক পুরনো। ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় হয়ত বিমান থেকে ফেলা মর্টারই সম্ভবত সেইসময় ফাটেনি। মাটির নীচে চাপা পড়ে গিয়েছিল। এত দিন পরে চাষের জন্য মাটি খুঁড়তে সেই মর্টার বেরিয়ে পড়ে। তবে বর্তমান পরিস্থিতিতে মর্টার উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।