বিশ্বসেরা গুকেশের প্রশংসায় পঞ্চমুখ মোদি-বিশ্বনাথন
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে চীনা প্রতিপক্ষকে হারিয়ে বিশ্বসেরা হয়েছেন ভারতের দাবাড়ু দোম্মারাজু গুকেশ। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কিংবদন্তী ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ।
গুকেশকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “এই জয় ঐতিহাসিক। এক নয়া নজির কায়েম করবে। এই স্মরণীয় সাফল্যের জন্য ডি গুকেশকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। এটা আসলে ওর অসম্ভব প্রতিভা, কঠোর পরিশ্রম এবং আত্মোৎসর্গের কারণেই সম্ভব হয়েছে।“
বিশ্বনাথন আনন্দ জানান, “কেবল দাবা খেলা নয়, চাপের মুখে গুকেশের আচরণ আর শরীরীভাষা অসাধারণ। যথেষ্ট প্রশংসা প্রাপ্য ওর।“ এছাড়া গুকেশকে শুভেচ্ছা জানিয়েছেন গৌতম আদানি, এম কে স্ট্যালিন, এন চন্দ্রবাবু নায়ডু, জগন্মোহন রেড্ডি।
উল্লেখ্য, ফাইনালে গুকেশের প্রতিপক্ষ ছিলেন চীনের ডিং লিরেন। প্রথম দিকে এগিয়ে ছিলেন দাবায় গতবারের বিশ্বচ্যাম্পিয়ন লিরেন। একটা সময় মনে হয়েছিল এবারও হয়তো বিশ্বসেরার তাজ নিয়ে যাবেন তিনি। কিন্তু স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ করে চীনা প্রতিপক্ষকে গোহারা হারিয়ে ৬৪ খোপের যুদ্ধে বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। মাত্র ১৮ বছরেই বিশ্বসেরা হলেন তিনি।