মোথাবাড়িতে শান্তি চাই ,মহিলা কমিশনের কাছে জানালে আতঙ্কিত মহিলারা
নিজস্ব প্রতিনিধি, মালদহ - "আমরা শান্তি চাই!"—এই আর্তি এখন মোথাবাড়ির মহিলাদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। সম্প্রতি দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল মোথাবাড়ি থানা এলাকা। একাধিক গ্রামে ইট-পাটকেল ছোড়া, ভাঙচুর, ও উত্তেজনার ঘটনা ঘটে। ছয় দিন পর রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে মহিলাদের কথা শোনেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।
সূত্রের খবর, সম্প্রতি দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহের মোথাবাড়ি থানা এলাকা। পুলিশ মোতায়েন থাকলেও আতঙ্ক এখনও কাটেনি স্থানীয়দের মন থেকে। শুক্রবার মোথাবাড়ি এলাকা পরিদর্শনে আসে মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, " গুজব ও উস্কানিমূলক কার্যকলাপের ফলেই এই ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। মহিলাদের অভিযোগ, সংঘর্ষের পর অনেক পুরুষকে পুলিশ আটক করেছে, যার মধ্যে কিছু ক্ষেত্রে অকারণ গ্রেফতারের অভিযোগও উঠেছে। যদিও পুলিশি নিরাপত্তার ভূমিকা নিয়ে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছেন।
এই বিষয়ে মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় আরও বলেন, " বেশ কিছু জায়গায় সমস্যা আছে। তবে পুলিশের ভূমিকা নিয়ে দুই পক্ষই খুবই সন্তুষ্ট। সকলের মধ্যেই একটা আতঙ্ক কাজ করছে। আমরা কখনোই চাইবো না এই ঘটনার পুনরাবৃত্তি হোক। সেই কারণে পুলিশকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। মাঝেমধ্যেই নজরদারি রাখাটা দরকার, যাতে সবাই আবার একসঙ্গে কাজ করতে পারে। "
তিনি আরও বলেন, " ধর্ম নিয়ে কোনো কথা বলার নেই। যারা অন্যায় করে তাদের কোনো ধর্ম হয়না, অপরাধীদের আমরা ধর্মের ভিত্তিতে দেখি না। আমি কোনো দলের প্রতিনিধি হয়ে আসেনি। রাজনৈতিক বিষয়ে দেখার জন্য তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সেটা তারা বুঝবে। মহিলারা আতঙ্কে আছে কারণ অনেক পুরুষরাই সবসময় ঘরে থাকে না। আপাতত কিছু দিন যদি সেন্ট্রাল ফোর্স দেওয়া যায় সেক্ষেত্রে বিষয়টি ভালো হয়। "