কর্নাটকের মুসলিম সংরক্ষণ ইস্যুতে উত্তাল সংসদ, কংগ্রেসকে তোপ বিজেপির
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - সম্প্রতি সংখ্যালঘু সংরক্ষণ বিল পাশ হয়েছে কর্ণাটক বিধানসভায়। এই বিলে রাজ্যপাল সম্মতি দিলেই কর্নাটকে সরকারি চুক্তির ক্ষেত্রে ৪ শতাংশ সংরক্ষণ পাবে সংখ্যালঘুরা। এবার এই বিল নিয়ে উত্তাল সংসদ। কংগ্রেসকে তোপ দাগল বিজেপি।
বিজেপির অভিযোগ, “মুসলিমদের সংরক্ষণ দেওয়ার জন্য সংবিধান বদলের ছক কষছে কংগ্রেস। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার নিজের মুখেই সংবিধান বদলের কথা বলেছেন।“ তবে কংগ্রেসের দাবি, “বাবাসাহেব আম্বেদকরের সংবিধান কেউ বদলাতে পারবে না। যদি কারও সংবিধান বদলের ছক থাকে, তাহলে সেটা বিজেপির।“
রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে উদ্দেশ্য সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “কংগ্রেসের একজন বর্ষীয়ান এবং দায়িত্বপ্রাপ্ত নেতা বলেছেন মুসলিমদের সরকারি টেন্ডারে সংরক্ষণ দেওয়ার জন্য তাঁরা সংবিধান বদলে ফেলবেন। এই মন্তব্যকে কোনওভাবেই উপেক্ষা করা যায় না। এটা সংবিধানের উপর আঘাত। মুসলিমদের সংরক্ষণের কথা বলে আম্বেদকরকেও অপমান করেছে কংগ্রেস। আবারও দেশভাগ চাইছে ওরা।“
পাল্টা মল্লিকার্জুন খাড়গে বলেন, “কেউ সংবিধান বদলাতে পারবে না। সংবিধানেই সংরক্ষণের অধিকারের কথা লেখা আছে। সেটা কেউ শেষ করতে পারবে না। সংবিধান রক্ষার জন্য আমরা কাশ্মীর থেকে কন্যাকুমারী যাত্রা করেছি। বিজেপিই ভারতকে ভাঙার চেষ্টা করছে।“
উল্লেখ্য, গত শুক্রবার কর্ণাটক বিধানসভায় পেশ করা হয় মুসলিম সংরক্ষণ বিল। বিল পেশের পরই স্পিকারের দিকে বিলের কপি ছিঁড়ে ফেলে বিজেপি বিধায়করা। কেউ কেউ আবার স্পিকারের চেয়ারে ওঠার চেষ্টা করেন। উত্তাল হয়ে ওঠে কর্ণাটক বিধানসভা। বিজেপির দাবি, এই বিল সংবিধান বিরোধী। বিজেপির বিরোধিতা উড়িয়ে সংখ্যালঘু সংরক্ষণ বিল পাশ হয়ে গেল।
গত ৭ মার্চ কর্নাটক বিধানসভায় বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সেই বাজেটে সংখ্যালঘুদের উন্নয়ন খাতে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেন তিনি। মুসলিমদের দাবি মেনে সরকারি টেন্ডার বা বরাতে মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ ঘোষণা করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই বিল পাশ হল।