শর্ত সাপেক্ষে মঞ্জুর জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, নির্দেশ সুপ্রিম কোর্টের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন মঞ্জুর হল পার্থ চট্টোপাধ্যায়ের। তবে এখনই এই জামিনের নির্দেশ কার্যকর হবে না। বেশ কিছু শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই শর্ত বলবৎ হলে আগামী বছর ফেব্রুয়ারিতে ইডির মামলায় জামিন মিলবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। এই মাসের মধ্যেই চার্জশিট গঠন করতে হবে ইডিকে। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলায় যুক্ত সাক্ষীদের বয়ান নেওয়া হবে ট্রায়াল কোর্টে। পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে বলে নির্দেশ সর্বোচ্চ আদালতের। এছাড়া আরও কিছু শর্ত দিয়েছে আদালত। জামিন পেলেও কোনও সরকারি পদে থাকতে পারবেন না পার্থ। তবে তিনি যেহেতু বেহালা পশ্চিমের বিধায়ক তাই ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই থাকতে পারবেন তিনি।
প্রসঙ্গত গত ৪ ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু সেদিন রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। ওই দিন পার্থের মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, তিনি যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন, তবে এত সহজে জামিন পেতে পারেন না। নিয়োগ মামলায় তিনি ‘ডামি’ সামনে রেখে দুর্নীতি করেছিলেন বলেও কটাক্ষ করে শীর্ষ আদালত। তবে শেষ পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে জামিন দিল সুপ্রিম কোর্ট।