পেনাল্টি-লাল কার্ড, নাটকে মোড়া সুপার কোপা ফাইনাল, রিয়ালকে নাস্তানাবুদ করে চ্যাম্পিয়ন বার্সা
নিজস্ব প্রতিনিধি, জেড্ডা - পেনাল্টি, লাল কার্ড, গোলের বন্যা। ম্যাচের পরতে পরতে নাটক। চোখের পলক ফেললেই মনে হচ্ছে, এই হয়তো রুদ্ধশ্বাস মুহূর্ত মিস হয়ে যাচ্ছে। রবিবার গভীর রাতে এমনই এক নাটকে মোড়া ম্যাচ দেখা গেল সুপার কোপা ফাইনালে। রিয়ালকে ৫-২ ব্যবধানে নাস্তানাবুদ করে চ্যাম্পিয়ন হল বার্সা।
গত বছর অক্টোবরে লা লিগায় বার্সার কাছে ৪ গোলে হেরেছিল রিয়াল। সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল রিয়ালের কাছে। কিন্তু হল আর কই! সেই হারের মুখ দেখতেই হল রিয়ালকে। সৌদি আরবের মাটিতে হ্যান্স ফ্লিকের কোচিংয়ে এই প্রথমবার কোনও ট্রফির স্বাদ পেল বার্সা।
ম্যাচের ৫ মিনিটের মাথায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। কিন্তু বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি রিয়াল। ২২ মিনিটে গোল করে ম্যাচ সমতায় ফেরান স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। এরপর একপেশে ভাবে ম্যাচের রাশ নিজেদের হাতে টেনে রাখে বার্সেলোনা। ৩৬ মিনিট নাগাদ পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেওনডোস্কি।
এর ঠিক ৩ মিনিটের মধ্যেই অর্থাৎ, ৩৯ মিনিটে রাফিনহা গোল করে ম্যাচের ব্যবধান আরও বাড়িয়ে দেন। প্রথমার্ধের অতিরিক্ত সময় (৪৫+১০ মিনিট) ব্যক্তিগত নৈপুণ্যে রিয়ালের জাল কাঁপান বার্সার আলেজান্দ্রো বালদে। প্রথমার্ধ শেষে ৪-১ ব্যবধানে এগিয়ে থাকে বার্সা।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই মুহুর্মুহু আক্রমণ করতে থাকে বার্সা। ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোল করেন রাফিনহা। এরপর যেন দিশেহারা হয়ে পড়ে রিয়ালের ফুটবলাররা। ৫৬ মিনিটের মাথায় এমবাপেকে গোলবক্সের বাইরে ফাউল করেন বার্সার গোলরক্ষক। এর জেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার গোলরক্ষক। ১০ জনের হয়ে যায় বার্সেলোনা।
৬০ মিনিটে রদ্রিগোর গোলে ব্যবধান কমায় রিয়াল। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত হ্যান্স ফ্লিকের ছেলেদের সামনে নতজানু হতে হল রিয়াল মাদ্রিদকে। স্কোরলাইন ৫-২ ।