News details

image

Rabi Mondal / 23 December, 2024

ডান পায়ে চোট পেত্রাতোসের, চিন্তায় বাগান কোচ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে বেজায় চিন্তায় পড়েছেন বাগান কোচ হোসে মোলিনা। ডান পায়ে চোট পেয়েছেন অ্যাটাকিং মিডিও দিমিত্রি পেত্রাতোস। স্টুয়ার্টের পর পেত্রাতোসের চোট নিয়ে বেশ চিন্তিত বাগান শিবির। 

গত শনিবার কলকাতায় অনুশীলনে ছুটি দিয়েছিলেন বাগান কোচ। রবিবার মাঠে এসেও অনুশীলন করতে পারেননি পেত্রাতোস। ডাক্তারি পরীক্ষা করানো হয় তাঁর। এখনো রিপোর্ট আসেনি। রিপোর্ট এলে জানা যাবে কতদিন পেত্রাতোসকে মাঠের বাইরে থাকতে হবে। 

বাগান শিবির সূত্রে খবর, ডান পায়ে চোট পেয়েছেন পেত্রাতোস। যদিও তাঁর চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। আগামী বৃহস্পতিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে লিগ টেবিলে শীর্ষে রয়েছে মোহনবাগান।