মমতা - অভিষেকের ছবি পায়ের তলায়! ভাইরাল জামুরিয়ার তৃণমূল বিধায়কের ছেলের ছবি
নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - জামুরিয়ার বিতর্কিত ছবি ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। ছবিতে দেখা গেছে জামুরিয়ার তৃণমূল বিধায়কের ছেলের পায়ের নীচে সর্বোচ্চ দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সূত্রের খবর, দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংয়ের একটি ছবি। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, প্রেমপাল সিংয়ের পায়ের নিচে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়,এমনকি তার বাবা তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছবিও রয়েছে। এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ঘটনায় বিরোধী দল বিজেপি তৃণমূলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও প্রেমপাল সিং তার বিরুদ্ধে আনা অভিযোগকে অস্বীকার করে জানিয়েছেন, ছবি গুলি দলের এক অনুষ্ঠানের জন্য সাজিয়ে রাখা হয়েছিল।
ঘটনা প্রসঙ্গ বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানিয়েছেন, 'যারা সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারেন না, গণতন্ত্র লুণ্ঠিত হয় এখানে, প্রশাসন নির্বিকার হয়ে থাকে তাদের সম্পর্কে কিছু বলার নেই। এদের নেত্রীর ছবি পায়ের নীচে থাকবে এটাই খুব স্বাভাবিক। এটাই তৃণমূলের সংস্কৃতি। এরা নিজেদের নেত্রীকেই সম্মান দিতে জানে না।'
যদিও এই বিষয়ে বিজেপির বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়ে তৃণমূল রাজ্য নেতা শিবদাসেন দাশু জানিয়েছেন, '২দিন আগেই আমরা ছবিটি দেখি। যদিও ভোটের সময় এরম দেখা যায় নেতার ফটো নিয়ে ছবি তোলা কিন্তু এখন তো ভোটের সময় নয়। কিন্তু তার এরম করাটা উচিত হয়নি একদমই। কারণ পার্টির যিনি সর্বোচ্চ নেত্রী তার আশীর্বাদে আমাদের রাজনীতিতে আসা এবং বিভিন্ন দায়িত্ব পালন করা। যদিও সে কাজটি সম্পূর্ণ না বুঝেই করেছে।'