টাইটান্স সাইক্লোনে কুপোকাত পিঙ্ক আর্মি
নিজস্ব প্রতিনিধি, আহেমদাবাদ – টাইটান্স বনাম রয়্যালসের লড়াইয়ে বাজিমাত করল গুজরাত। ঘরের মাঠে অনবদ্য জয় পেল তাঁরা। লড়াই করেও হার জুটল পিঙ্ক আর্মিদের কপালে। ৫৯ রানে জয় পেল গুজরাত।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ব্যাট করতে নেমে ছন্দপতন হয় গুজরাতের ওপেনিং জুটির। ওপেনার তথা অধিনায়ক শুভমন গিলের অবদান মাত্র ২(৩) রান। তবে আরেক ওপেনার সাই সুদর্শন বাইশ গজে ঝড় তোলেন। ৫৩ বলে ৮২ রান তোলেন তিনি। এছাড়া জস বাটলার ৩৬(২৫) রান, শাহরুখ খান ৩৬(২০) রান, রাহুল তেওয়াটিয়া ২৪(১২) রান, রশিদ খান ১২(৪) রান স্কোরবোর্ডে যোগ করেন।
পিঙ্ক আর্মির হয়ে জোফ্রা আর্চার ১ টি, তুষার দেশপান্ডে ২ টি, মহেশ থিকসানা ২ টি ও সন্দীপ শর্মা ১ টি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে গুজরাত টাইটান্স। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র ৬(৭) রান তুলে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার তথা সঞ্জু স্যামসন ২৮ বলে ৪১ রান তুলে আউট হয়ে যান। তিন নম্বরে ব্যাট করতে নেমে নীতীশ রানার অবদান মাত্র ১(৩) রান।
এছাড়া রিয়ান পরাগ ২৬(১৪) রান, শিমরন হেটমায়ার ৫২(৩২) রান তোলেন। বাকিরা ব্যাট হাতে ব্যর্থ। গুজরাত টাইটান্সের হয়ে মহম্মদ সিরাজ ১ টি, আরশাদ খান ১ টি, কুলবন্ত খেজরোলিয়া ১ টি, রশিদ খান ২ টি, প্রসিদ্ধ কৃষ্ণা ৩ টি ও সাই কিশোর ২ টি করে উইকেট নেন। ১৯.২ ওভারে শেষ হয়ে যায় পিঙ্ক আর্মির ইনিংস। ১৫৯ রান তুলে হারের মুখ দেখল তাঁরা।