পিঙ্ক আর্মি বনাম নাইট বাহিনী, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি – বুধবার ঘরে দাঁড়ানোর লড়াই। সেটা কলকাতা নাইট রাইডার্স হোক বা রাজস্থান রয়্যালসই হোক না কেন। ১৮তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। হায়দরাবাদের কাছে হেরে আইপিএলের যাত্রা শুরু করেছিল রাজস্থান রয়্যালস।
উদ্বোধনী ম্যাচের মতো পিঙ্ক আর্মির বিরুদ্ধেও অভিজ্ঞতার উপরেই ভরসা রাখবে কেকেআর। ওপেনিংয়ে দেখা যেতে পারে কুইন্টন ডি’কক ও অজিঙ্ক রাহানেকে। এরপর একে একে মাঠে নামবেন ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল। জস বাটলার, ট্রেন্ট বোল্টের মতো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারে রাজস্থান রয়্যালসের একটা নেতিবাচক বিষয় ফিল্ডিং। তবে পজিটিভ দিক একমাত্র ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনের বড় রান এবং লোয়ার অর্ডারে ধ্রুব জুরেলের ঝোড়ো ইনিংস। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
কেকেআরের সম্ভাব্য একাদশ –
কুইন্টন ডি’কক, সুনীল নারিন, অংক্রিশ রঘুবংশী, আজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনরিখ নর্টজে
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ -
যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, শুভম দুবে, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, সন্দীপ শর্মা, সঞ্জু স্যামসন (ইমপ্যাক্ট প্লেয়ার)