গোলাপি বলে ভারতের জয় দিবাস্বপ্ন!
নিজস্ব প্রতিনিধি, অ্যাডিলেড – গোলাপি বলে ভারতের জয় এখন দিবাস্বপ্ন মাত্র। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের সকালে ব্যাট হাতে তাণ্ডব করলেন ট্রাভিস হেড। আর সন্ধ্যা হতেই গোলাপি বলে ভারতের ব্যাটারদের কংকালসার চেহারা সামনে চলে এল। রোহিত-বিরাটের ব্যাট থেকে এল মোট ১৭ রান। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৯ রানে পিছিয়ে রয়েছে ভারত। ১২৮ রান তুলেছে রোহিত বাহিনী।
প্রথম ইনিংসে ৩৩৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। হর্ষিত রানা, মহম্মদ সিরাজদের কার্যত শাসন করে গেলেন ট্রাভিস হেড। ১৪১ বলে ১৪০ রান তুলেছেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১৭ টি চার ও ৪ টি ছয় দিয়ে। এছাড়া নাথান ম্যাকসোয়েনি ১০৯ বলে ৩৯ রান ও মার্নাস লাবুশেন ১২৬ বলে ৬৪ রান তুলে সাজঘরে ফেরেন। ভারতের হয়ে জাসপ্রীত বুমরা ৪ টি, মহম্মদ সিরাজ ৪ টি, রবিচন্দ্রন অশ্বিন ১ টি ও নিতিশ কুমার রেড্ডি ১ টি করে উইকেট নিয়েছেন।
দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। স্কোরবোর্ডে ১২৮ রান তোলে রোহিত বাহিনী। যশস্বী জয়সওয়াল ২৪(৩১) রান, শুভমন গিল ২৮(৩০) রান তুলে আউট হয়ে যান। ঋষভ পন্থ ২৫ বলে ২৮ রান ও নিতিশ কুমার রেড্ডি ১৪ বলে ১৫ রান তুলে অপরাজিত রয়েছেন। অজিদের হয়ে প্যাট কামিন্স ২ টি, স্কট বল্যান্ড ২ টি, মিচেল স্টার্ক ১ টি উইকেট শিকার করেন।
প্রথমে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। স্কোরবোর্ডে ১৮০ রান তোলে রোহিত বাহিনী। পারথে যশস্বী জয়সওয়াল ঝড় তুললেও অ্যাডিলেডে রানের খাতা খুলতেই ব্যর্থ। লোকেশ রাহুলের অবদান ৩৭(৬৪) রান। নিতিশ কুমার রেড্ডি ৫৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে সর্বাধিক রান তিনি তুলেছেন। অজিদের হয়ে মিচেল স্টার্ক একাই ৬ টি উইকেট তুলে নেন। এছাড়া প্যাট কামিন্স ২ টি, স্কট বল্যান্ড ২ টি করে উইকেট নেন।