News details

image

Rabi Mondal / 30 November, 2024

জাতীয় সড়কে ফের গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - পিকআপ ভ্যানে করে পাচার করা হচ্ছে মাদক। সেই গাড়িকে আবার রাস্তা দেখাচ্ছে ওপর এক বোলেরও পিকআপ। গাড়ির তল্লাশি হতেই উদ্ধার হল ১৫১ কেজি গাঁজা। ঘটনাটি ঘটেছে ফাটাপুকুর টোলপ্লাজাতে। 

 

সূত্রের খবর, শনিবার গোপনসূত্রে খবর পেয়ে ফাটাপুকুর টোলপ্লাজায় নাকা চেকিং করছিল পুলিশ। তখনই একটি পিকআপ ভ্যানকে সন্দেহ হওয়ায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। ছোট চারচাকা পিকআপ ভ্যানের ডালার নিচে গোপন চেম্বার বানিয়ে তার মধ্যে ২২টি প্যাকেটি ১৫১ গাঁজা ভর্তি করে পাচার করা হচ্ছিল। যার আনুমানিক বাজারমুল্য প্রায় ১৮ লক্ষ টাকা। আর সেই গাঁজার পিকআপ ভ্যানকে রাস্তা দেখাচ্ছিলো ওপর একটি বোলেরও পিকআপ।  

 

এই ঘটনায় কুচবিহারের বাসিন্দা মৌসম সরকার (২৩), হাবলু হোসেন (২৪), রফিকুল মিঞা (২২) ও উত্তম নারায়ণ (২৩) গ্রেফতার হয় পুলিশের হাতে। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে শিলিগুড়ি এসটিএফ। ধৃতদের বিরুদ্ধে 21(c) NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ধৃতদের।