বাঁশদ্রোণীতে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - গৃহবন্দি প্রৌঢ়কে ছেলের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হল খোদ পুলিশ। পুলিশকর্মীর ওপর ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় গ্রেফতার রুদ্রদেব ভট্টাচার্য।
সূত্রের খবর, রবিবার সকালে এক বৃদ্ধা ১০০ ডায়ালে ফোন করে জানান তার ছেলে তাকে মারধর করেছে। এই খবর পেয়ে লালবাজারের নির্দেশে ঘটনাস্থলে যায় বাঁশদ্রোণী থানার পুলিশ। কিন্তু ঘটনাস্থলে পৌঁছতেই পাল্টা ছেলের আক্রমণের মুখে পড়তে হয় পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারকে। সেখানে গেলে রুদ্রদেব পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। পুলিশের আনা অ্যাম্বুল্যান্সে ভাঙচুর করে রুদ্র। সেইসঙ্গে এক কনস্টেবলকেও লাথি মারে। অপর এক সিভিক ভলান্টিয়ারকে মারধর করে ছুরি নিয়ে পুলিশকে ধাওয়া করারও অভিযোগ ওঠে। আহত সিভিক পুলিশের নাম রিঙ্কু সাহা।
পুলিশ সূত্রের খবর, ইন্দুজা স্টুডিওর মালিক শম্ভু নারায়ণ ভট্টাচার্য। তাঁর ছেলের নাম রুদ্রদেব ভট্টাচার্য। রুদ্র প্রায়শই মারধর করত তার বাবাকে। গতকাল থেকেই মারধর শুরু হয়েছিল ফের। তারপর থেকে কাটারি নিয়ে ঘুরছিল রুদ্র। গড়িয়া পঞ্চাননতলায় পাড়ার ছেলেরা শান্ত করার চেষ্টা করেছিল তাকে। পুলিশ গিয়েছিল থামাতে, তখন পুলিশও আক্রান্ত হয়েছে। আপাতত শম্ভু নারায়ণ ভট্টাচার্য নামে ওই প্রৌঢ়কে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে অভিযুক্ত ছেলেকে ছেলেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে ওই রুদ্র মানসিক ভারসাম্য হীন বলে জানিয়েছে পুলিশ।