গাজোলে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ, শোকের ছায়া এলাকায়
নিজস্ব প্রতিনিধি, মালদহ - নিজের ঘর থেকে উদ্ধার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। ঘটনাটি ঘটেছে মালদার গাজোলে। মৃতের নাম দিপ্তেসু কুণ্ডু। এই ঘটনায় ভেঙে পড়েছে পড়ুয়ার পরিবার।
সূত্রের খবর, বছর আঠেরোর দিপ্তেসু কুন্ডুর বাড়ি গাজোল রাঙা ভিটায় কুন্ডু পাড়া এলাকায়। গাজোল হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এই পড়ুয়া রবিবার আত্মহত্যা করে বলে খবর। শনিবার রাত্রিতে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে দীপ্তেসু। সকাল বেলা ঘরের দরজা খুলতেই বাড়ির সবাই দেখে ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়েছে ঝুলে রয়েছে। রবিবার সকালে গাজোল থানার পুলিশ ওই মৃতের বাড়ি থেকে দেহ উদ্ধার করে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ রবিবার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হাসপাতালে। কেন কী কারণে দীপ্তেসু আত্মহত্যা করল সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যেই সে নিয়ে তদন্ত শুরু হয়েছে। মানসিক অবসাদে ভুগছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।