সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ কমলিকা দে খাবার খেয়ে হচ্ছেন লাখপতি
টিভি নাইনটিন এক্সক্লুসিভ - চলুন জেনে নেওয়া যাক ফুডি বেঙ্গলি খ্যাত কমলিকা দের কাহিনী। খাবারের প্রতি আগ্রহ কার না থাকে ! তার মধ্যে সেই খাবার যদি হয় বাঙালিয়ানায় ভরপুর।কমলিকা দে এই খাবারের আগ্রহ নিয়েই খুলেছিলেন নিজের ইউটিউব ফুড ব্লগ চ্যানেল ফুডি বেঙ্গলি।
সেখান থেকেই সকলের কাছে চেনা মুখ হয়ে উঠেছেন কমলিকা।বিয়ে বাড়ি থেকে জন্মদিন বিভিন্ন বিখ্যাত ক্যাটারিং সার্ভিসদের নিমন্ত্রনে খাবার খেতে যান তিনি।সেখানে খাবার খেয়ে রিভিউ দেন তার দর্শকদের।এভাবেই সকলের মন জয় করেছেন কমলিকা দে।
ছোট বেলা থেকেই তার ইচ্ছে ছিল বড় হয়ে পাবলিক ফিগার হবেন।পরবর্তীতে পড়াশোনা করে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতে থাকেন তিনি। পড়াশোনা,চাকরির পাশাপাশি ফটোগ্রাফিও করতেন কমলিকা।নিজের খারাপ সময়ে কাজে নিজেকে ব্যস্ত রাখবেন বলেই ইউটিউব চ্যানেলটি খুলেছিলেন।তারপর খাওয়ার প্রতি ভালবাসা ও রান্নার প্রতি আগ্রহ থেকেই ফুডি বেঙ্গলির যাত্রা শুরু হয়। তবে ফুড ব্লগ শুরু করলেও একদিনে তার যাত্রা সফল হয়ে যায়নি।তাকে অতিক্রম হয়েছে অনেক বাধা। লকডাউনে বাইরের খাবারের ব্লগ তৈরি করতে পারতেন না বলে বাড়িতে বসেই বিভিন্ন রেসিপি ভিডিও বানাতেন।
একদিন তার ব্লগে ক্যাটারিং সার্ভিসের খাবার খেয়ে রিভিউ দেন কমলিকা।এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।নিজের কাজের নিজস্বতা দিয়েই তিনি নিজেকে সকলের সামনে তুলে ধরেছেন।তার হাসি মুখের মিষ্টি আচরন দিয়ে তৈরি "বিয়ে বাড়ি উইথ আইট ইনভাইটেশন"ব্লগটি সকলের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে।পরবর্তীতে তার নানান ব্র্যান্ডের সঙ্গে ভিডিও করার সুযোগ আসে।
খারাপ সময়ে যারা কমলিকার পাশে ছিল না তারাও পরবর্তীতে এসে কমলিকাকে এই কাজের জন্য অভিনন্দন জানিয়েছে।শুধুমাত্র নাচ, গান করে রিলস বানিয়েই যে জনপ্রিয় হওয়া যায় তার কিন্ত কোনো অর্থ নেই। খাবার খেয়ে, খাবার দেখিয়েও যে মানুষের ভালোবাসা পাওয়া যায় তার দৃষ্টান্তমূলক নিদর্শন সৃষ্টি করেছেন কমলিকা দে।
উনবিংশ শতকের নারীদের কাছে খাবার নিয়ে ব্লগ বানানো দূরের কথা,নিজের পছন্দের মতো খাবার বানানোরও অধিকার থাকত না।পুরুষতান্ত্রিক সমাজে বাড়ির কর্তার পছন্দ মতোই রান্নার বিভিন্ন পদ রান্না করা হতো। সেখান থেকে বর্তমানে নারীর অগ্রগতি সমাজকে নতুন রূপ দান করেছে।বর্তমানের নারী ঘর ও বাইরে উভয়ের সঙ্গেই তাল মিলিয়ে চলতে শিখে গেছে। 'নারী শক্তি'র যথার্থ অর্থ খুঁজে পাওয়া যায় বর্তমানের নারীদের মধ্যে।আর এই আধুনিক নারীর মধ্যেই অন্যতম হলেন কমলিকা। যিনি নিজের কাজের প্রতি পারদর্শিতা ও ভালোবাসা রেখে সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন।আশা রাখা যায় পরবর্তীতে এভাবেই তিনি আরোও সাফল্যের সিঁড়ি চড়তে সক্ষম হবেন।