নবদ্বীপে দোল উৎসবের প্রস্তুতি, ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা
নিজস্ব প্রতিনিধি, নদীয়া - নদিয়ার নবদ্বীপে দোল উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ভক্তদের সমাগম শুরু হয়ে গেছে নবদ্বীপ ধামে। এই বছর দোল উৎসব উপলক্ষ্যে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় এই বছরেও নবদ্বীপে দোল উৎসব উপলক্ষ্যে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়েছে। নবদ্বীপ কোলের ডাঙ্গা কেশবজী গৌড়ীয় মঠের উদ্যোগে এই বছর আগামী ৮ থেকে ১৪ই মার্চ পর্যন্ত নবদ্বীপ পরিক্রমা অনুষ্ঠিত হবে। দেশ বিদেশের বহু ভক্ত ইতিমধ্যে এই পরিক্রমায় অংশগ্রহণ করার উদ্দেশ্য নবদ্বীপে ভিড় জমাতে শুরু করেছে। নবদ্বীপে দোল যাত্রার উৎসব অন্য জায়গার থেকে ভিন্ন ও বিশেষভাবে উদযাপন করা হয়। কারণ এই দোল যাত্রার দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় এই নবদ্বীপ ধামে। যা এই দোল যাত্রার দিনটিকে আরও বিশেষ করে তুলেছে। এই বছর তার ৫৪০ তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে নবদ্বীপের বিভিন্ন মঠ, মন্দির সেজে উঠেছে। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দোলযাত্রার দিন পর্যন্ত বহু ভক্তেরা এই নবদ্বীপ পরিক্রমায় অংশগ্রহণ করবে। এই পরিক্রমার জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এই পরিক্রমা বিষয়ে মহারাজ তথা মন্দিরের ভাণ্ডারি ভক্তি বেদান্ত দামোদর মহারাজ জানিয়েছেন, প্রতি বছরের মতো এই বছরও দোল পূর্ণিমা উপলক্ষ্যে নবদ্বীপ পরিক্রমা করা হবে। এখানে দেশ বিদেশের বহু ভক্তের সমাগম হয়। অন্যান্য বছর প্রায় ৩০-৪০ হাজার ভক্ত আসে কিন্তু এই বছর পাসপোর্ট ও ভিসার কিছু সমস্যার জন্য অনেকে আসতে পারছেন না। তাও এখনও পর্যন্ত ২০ হাজার ভক্তের সমাগম হয়েছে। এই পরিক্রমার দ্বারা কৃষ্ণ,প্রেম ভক্তি লাভ হয়।
তিনি আরও বলেন, এই বছর ভক্তদের থাকার ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর আগে ভক্তদের প্যান্ডেলে থাকতে হতো কিন্তু এইবছর সকলের জন্য নতুন ম্যাটের ব্যবস্থা সহ লাইট পাখারও বন্দোবস্ত করা হয়েছে। এছাড়াও ভক্তদের প্রসাদ বিতরণের জন্য ২০০ জনকে নিয়োগ করা হয়েছে।
সুদূর অস্ট্রেলিয়া থেকে আগত ভক্ত তরুণী গোপি দাসী জানিয়েছেন, আমি এই পরিক্রমাতে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছি। আমার সৌভাগ্য ও চৈতন্য মহাপ্রভুর কৃপা তে আমি এই পরিক্রমায় অংশগ্রহণ করতে পারছি। তিনি আরও বলেন, আমার বিশ্বাস আমি একদিন শুদ্ধ ভাবে হরিনাম করতে পারবো, কারণ এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই।