News details

image

Rabi Mondal / 23 December, 2024

প্রধানমন্ত্রীর রোজগার মেলা, বেকারত্ব থেকে মুক্তি ২৬৪ জনের

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - সোমবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে অবস্থিত বিএসএফের রাধাবাড়ি সেক্টরের দফতরে সমগ্র দেশের সঙ্গে আয়োজন করা হয় রোজগার মেলার। মূল অনুষ্ঠানটি দিল্লি থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এই অনুষ্ঠানটিতে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিনের এই রোজগার মেলা থেকে যুবক যুবতী মিলিয়ে মোট ২৬৪ জনের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কর্মসংস্থান হয়েছে বলে জানান মন্ত্রী সুকান্ত মজুমদার।

 সূত্রের খবর, সোমবার প্রধানমন্ত্রীর রোজগার মেলা থেকে চাকরি পেলেন ২৬৮ জন। প্রত্যেকে বিএসএফের বিভিন্ন পদে যোগদান করেন। এদিন বেকারত্ব থেকে মুক্তি পাওয়া সুইটি শর্মা বলেন, "আজ খুব গর্ব অনুভব হচ্ছে ,কারন বিএসএফে যোগদান করে দেশ সেবার কাজ করতে পারবো।" সুইটি ছাড়াও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার কৃষ্ণা শর্মা মুখে এক গাল হাসি নিয়ে সগৌরবে বলেন, "আজ খুব আনন্দের ,অনেক গুলো পরীক্ষা দেবার পর আজকের এই দিনটি এসেছে।" 

 এছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএসএফের এক আধিকারিক জানান, "আজকে দেশের বিভিন্ন রাজ্যের ২৬৪ জন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে চাকুরীতে যোগদান করার সুযোগ পেলো, যার মধ্যে এই রাধাবাড়ী যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের কালিম্পং জেলাও রয়েছে।"