News details

image

Rabi Mondal / 16 December, 2024

প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ প্রিয়াঙ্কার, তোপ বিজেপির 

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার সংসদে প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে প্রবেশ করলেন ওয়েনাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। দিন কয়েক আগেই গাজায় হামলা চালানো ইজরায়েলকে তুলোধোনা করেছিলেন তিনি। এবার প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করায় বিজেপির তোপের মুখে পড়েছেন সোনিয়া কন্যা।

এদিন বিকেলে ওড়িশায় সাংসদ তথা বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, “নেহরু-গান্ধী পরিবারের এমন আচরণ নতুন কিছু নয়। জওহরলাল থেকে প্রিয়ঙ্কা পর্যন্ত সকলেই তোষণের ঝুলি নিয়ে ঘুরে বেড়ান। ওঁদের কাঁধে কখনও জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ঝুলি দেখবেন না।“ 

এক সাক্ষাৎকারে বিজেপি সাংসদ গুলাম আলি খাতনা জানান, “খবরে আসার জন্য অনেকে এমন কাজ করেন। সাধারণ মানুষ প্রত্যাখ্যান করলে মানুষ এরকমই পথ অনুসরণ করে থাকেন।“ এরপরই কংগ্রেসের মুখপাত্র শামা মহম্মদ জানান, “একটি বিশেষ ব্যাগ বহন করে প্যালেস্টাইনের প্রতি তাঁর সংহতি জানিয়েছেন প্রিয়ঙ্কা। এ হল সমবেদনা, ন্যায়বিচার এবং মানবতার প্রতি অঙ্গীকার!’’   

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলে হামলা চালিয়ে ছিল প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস। এরপর থেকেই গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা। হামলার জেরে প্রাণ হারিয়েছেন হাজার হাজার নিরপরাধ সাধারণ মানুষ। এর মধ্যে মহিলা ও শিশুও রয়েছে।