News details

image

Rabi Mondal / 13 December, 2024

সংসদে প্রথম ভাষণেই মোদি সরকারকে তোপ প্রিয়াঙ্কার

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ওয়েনাডে উপনির্বাচনে জিতে প্রথমবার সংসদে ভাষণ দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। আর প্রথম ভাষণেই কেন্দ্র সরকারকে তোপ দাগলেন তিনি। ২০১৭ সালে উন্নাও ধর্ষণের ঘটনা ও গত মাসে সম্ভলে শাহি মসজিদ সমীক্ষাকে কেন্দ্র করে হিংসার কথা তুলে ধরেন ওয়েনাডের সাংসদ।

এদিন সংসদে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “কয়েকদিন আগে সম্ভলের কয়েকজন আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁদের সঙ্গে আদনান ও উজ নামে দু’জন ছিল। একজনের বয়স আমার ছেলের বয়সী এবং অন্যজনের বয়স ১৭। তাঁদের বাবা দরজি ছিলেন। তিনি ছেলেদের শিক্ষিত করার স্বপ্ন দেখতেন। কিন্তু পুলিশের গুলিতে মৃত্যু হয় তাঁর। আদনান আমাকে বলছিল, বাবার স্বপ্ন পূরণ করতে ডাক্তার হবে সে। তাঁকে এই স্বপ্ন দেখার শক্তি জুগিয়েছে সংবিধান।“  
 
২০১৭ সালে উন্নাও ধর্ষণের ঘটনার প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “আমাদের ন্যায় চাই, এই হিম্মত তাঁদের সংবিধান দিয়েছে।“ তিনি আরও বলেন, “আমাদের সংবিধান আমাদের আমাদের সুরক্ষাকবচ। সংবিধান নাগরিকদের সুরক্ষিত রাখে। কিন্তু দুঃখের বিষয়, গত ১০ বছর ধরে শাসকপক্ষ, যারা বড় বড় কথা বলে, তারা এই সুরক্ষাকবচকে ভেঙে ফেলার চেষ্টা করছে। এনডিএ সরকারের আমলে সংবিধানের রক্ষাকবচ অনেকখানি দুর্বল হয়ে গিয়েছে।“