News details

image

Rabi Mondal / 28 November, 2024

সংসদে প্রথমবার শপথগ্রহণ প্রিয়াঙ্কার

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সংসদে প্রথমবার সাংসদ হিসেবে শপথগ্রহণ গ্রহণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। সেই মুহূর্তে সংসদে উপস্থিত ছিলেন গান্ধী পরিবারের আরও ২ জন। অর্থাৎ, তাঁর দাদা তথা রায়বরেলীর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও মা তথা রাজস্থানের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। 

এদিন প্রিয়াঙ্কার পরনে ছিল সাদা-সোনালি রংয়ের কেরালা কটনের শাড়ি। চোখে চশমা। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ডান হাতে লাল-কালো মলাটের সংবিধান তুলে ধরে শপথ নিলেন তিনি। এরপর লোকসভার অন্য সাংসদ ও আধিকারিকদের সঙ্গে নমস্কার বিনিময় করেন সোনিয়া কন্যা।

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলি ও কেরলের ওয়েনাড থেকে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। তবে তিনি ওয়েনাড আসন ছেড়ে দেওয়ায়, উপ নির্বাচন হয় সেখানে। লোকসভা উপ নির্বাচনে ৬ লক্ষ ২২ হাজারের বেশি ভোট পান প্রিয়াঙ্কা। সিপিআই প্রার্থী সত্যেন মোখেরির থেকে ৪ লক্ষের বেশি ও বিজেপি প্রার্থী নব্য হরিদাসের থেকে ৫ লক্ষ ১২ হাজারের বেশি ভোট পান তিনি।