ইভটিজিংয়ের প্রতিবাদ করায় খুনের হুমকি, উত্তাল গড়ফা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া - বাড়ির সামনে কুকুরকে খেতে দিচ্ছে তরুণী। তখনই তাকে নিয়ে নোংরা মন্তব্য স্থানীয় যুবকদের। প্রতিবাদ করায় বাড়ির লোককে নিয়ে এসে অ্যাসিড অ্যাটাকের হুমকি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার গড়ফায়।
সূত্রের খবর, সোমবার রাতে আক্রান্ত তরুণী কুকুরকে খাওয়াতে রাস্তায় বেরোন। তখন এলাকার তিন যুবক তাঁর সঙ্গে বচসায় জড়ায়। প্রথমে তাঁর হাত ধরে টানাটানি করে ও ধাক্কা মারে বলে অভিযোগ। প্রতিবাদ করায় তারা চলে যায়। এরপর বুধবার রাত ১১টা নাগাদ তরুণীর বাড়িতে চড়াও হয় এলাকার জনা ৩০ যুবক। তারা বাড়ির লোকজনকে গালিগালাজ করে, তরুণীর বাবাকে হুমকি দেয়। তরুণী তখন বাড়িতে ছিলেন না। তিনি ফিরলে তাঁকেও গালিগালাজ করা হয় ও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাঁকে অ্যাসিড ছোড়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি। বৃহস্পতিবার তরুণী থানায় অভিযোগ দায়ের করেন।
ওই তরুণীর অভিযোগ, "রাতে কুকুরদেরকে খাওয়াতে যাই। তারপর বাড়ির দিকে ফিরছিলাম। তখন রাস্তা থেকে দুটো ছেলে খুব খুব বাজে বাজে কথা বলতে থাকে। অনেকটাই অশ্লীল কথা বলছিল। আমি গিয়ে তাঁদের একজনকে জিজ্ঞাসা করি, আপনারা কি আপনাদের মা বোনদের সঙ্গেও এইভাবেই কথা বলেন? তখন ওই ছেলেটি বলেন, হ্যাঁ আমি আমার মা-বোনদের সঙ্গেও এইভাবেই কথা বলি। তখন আমি তাঁকে একটা চড় মারে চলে আসি। তিন দিন আমাকে ফলো করে। কখন বাড়ি ঢুকছি, কখন বেরোচ্ছি, সব খেয়াল করতে থাকে। আমি ওতো পাত্তা দিইনি। তিন দিন পর রাতে আমার বাড়ির সামনে এসে ৩০-৩৫ জনকে এসে হামলা করে। আমি ছিলাম না। বাবাকে নোংরা নোংরা কথা বলেছে।"
এমনকি তরুণীর অভিযোগ, কেবল অভিযুক্তই নন, তাঁর বাবাও হুমকি দিয়েছেন। তাঁর কথায়, "ছেলেটির বাবার বক্তব্য, আমি রাতে বেরিয়েছি, বলেই নাকি তাঁর ছেলে এসব কথা বলেছেন। আর আমি ওনার ছেলেকে মেরেছি বলে, উনি নাকি আমাকে ছিঁড়ে ফেলবেন, ফাটিয়ে দেবেন, চোখ গেলে দেবেন। অ্যাসিড মেরে রাস্তায় হাঁটা মুশকিল করে দেবেন। পুলিশের সামনে দাঁড়িয়ে একথা বলেছেন।"