অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের ইট বালি সিমেন্ট চুরির অভিযোগে শিক্ষিকাকে আটক করলেন গ্রামবাসীরা
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা -অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে আটক করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ওই শিক্ষিকার বিরুদ্ধে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাস্তা তৈরির জন্যে রাখা ইট বালি সিমেন্ট চুরির অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের কেপ্লট গঙ্গার ঘাট এলাকার ১৯২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে শিশু শিক্ষা চলাকালীন সেখানে বহু গ্রামবাসী উপস্থিত হয়। তারপরেই অভিযুক্ত সাবিত্রী জানাকে কেন্দ্রে আটকে রেখে বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের অভিযোগ গত কয়েক মাস আগে স্কুলে একটি সরকারি নলকূপ বসে, ওই নলকূপের সিমেন্টের প্ল্যাটফর্ম করার জন্য কাজ হয়, তার ইট বালি সিমেন্ট বেশি হয়,সেগুলো রাস্তা তৈরি করার জন্য রাখা হয়েছিল। কিন্তু সাবিত্রী জানা কাউকে না জানিয়ে সেগুলো বাড়ি নিয়ে চলে যায়। তবে অভিযুক্ত শিক্ষিকার দাবী ইট বালি সিমেন্ট গুলো কন্টাকটার এর কাছ থেকে তিনি কিনে নিয়েছেন।
এদিন গ্রামবাসীরা বলেন “স্কুলের একটি কমিটি রয়েছে তাদেরকেও জানানো হয়নি। উনি নিজের মতো জিনিস চুরি করে নিয়ে চলে গেছে। যেখানে স্কুলের ছেলে মেয়েরা কাদা ঘেঁটে স্কুলে আসে বর্ষাকালে সেখানে রাস্তা করার কথা। ওই ইট বালি সিমেন্ট যতক্ষণ না ফেরত নিয়ে আসবে ততক্ষণ আটক রাখা হবে”।
অপরদিকে ওই অভিযুক্ত শিক্ষিকা সাবিত্রী জানা বলেন, "আমি কন্টাক্টারের কাছ থেকে ইট বালি সিমেন্ট কিনে এনেছি। কাজ হয়ে যেতে যেটা বেশি ছিল নিয়ে গেছি। এইসব ভুল কথা চুরি করেছি। আমি কিনে এনেছি কাজ হয়ে যেতে নিয়ে গেছি।"