নলহাটিতে রেল অবরোধ, থমকে বন্দে ভারত
নিজস্ব প্রতিনিধি, বীরভূম - একাধিক দাবি জানিয়ে রবিবার সকালে রেল অবরোধ। এর জেরে বেশ কিছুক্ষণ আটকে রইল বন্দে ভারত এক্সপ্রেসও। তিনটি ট্রেনের স্টপেজের দাবি ও একটি ট্রেন চালু করার দাবিতে রবিবার নলহাটিতে রেল অবরোধ করে নাগরিক মঞ্চ।
উত্তরবঙ্গ এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাতে নলহাটিতে স্টপেজ দেয় সেই দাবি জানিয়ে নলহাটি রেলগেটের সামনে অবরোধ করেন নাগরিক মঞ্চ।পাশাপাশি কোভিডকাল থেকে বন্ধ থাকা মালদা টাউন প্যাসেঞ্জার লোকাল পুনরায় চালু করার দাবি উঠেছে এই বিক্ষোভে। এর ফলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। এই অবরোধে সামিল হয়েছিলেন নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংহও। একইসঙ্গে নলহাটি রেল স্টেশনে সার্বিক উন্নয়নের দাবি ওঠে নাগরিক মঞ্চের তরফে।
অবরোধকারীদের দাবী, এই বিষয় গুলি জানিয়ে রেল দপ্তরের কাছে বারবার আবেদন করা হয়েছে। একাধিকবার রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। রেল দপ্তর আশ্বাস দিলেও দীর্ঘ একবছরে সেই দাবি পূরণ হয়নি। সেই কারণে রবিবার রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নলহাটি নাগরিক মঞ্চের সদস্যরা।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ। সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ওঠে অবরোধ।অবরোধের জেরে বেশ কিছু ট্রেন থমকে যায়। এর মধ্যে ছিল বন্দে ভারত এক্সপ্রেসও। হয়রানি পোহাতে হয় যাত্রীদের।