বাংলাদেশকে ধীক্কার জানিয়ে প্রতিবাদ মিছিল রবীন্দ্রসদন চত্বরে, উপস্থিত
একাধিক শিল্পী ও বিজেপি নেতৃত্ববৃন্দ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বাংলাদেশে পুড়ছে মন্দির। অত্যাচারিত হচ্ছে হিন্দুরা। প্রতি মুহূর্তে ভারত বিরোধী উস্কানি দিচ্ছে ইউনুস সরকার। সর্বসমক্ষে অবমাননা করা হচ্ছে ভারতীয় পতাকার। এই পরিস্থিতিকে ধীক্কার জানিয়ে প্রতিবাদ মিছিল কলকাতায়।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে ইউনুস সরকার। সেই সঙ্গে একাধিক ফতোহা জারি করেছে মৌলবাদীরা। মহিলাদের রাস্তায় বেরোনো নিষিদ্ধ করেছে সন্ধ্যার পর। পুড়িয়ে ফেলা হয়েছে ভারতীয় পণ্য। তারই প্রতিবাদেই এবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরের রাণু ছায়া মঞ্চে কালচারাল অ্যান্ড লাইব্রেরি ফোরাম অফ বেঙ্গলের তরফে হয় বিক্ষোভ কর্মসূচি। শনিবার এই বিক্ষোভে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির শিল্পী ও বুদ্ধিজীবীদের সংগঠন। তাঁদের মধ্যে ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র আইনজীবী জিতেন্দ্র তেওয়ারি, হুগলির প্রাক্তন সংসদ ও শিল্পী লকেট চ্যাটার্জী , টালিগঞ্জের ফিল্ম ডিরেক্টর ও ইন কলিকাতার প্রাক্তন সভাপতি বিজেপির সংঘমিত্রা ব্যানার্জি এবং আরো বুদ্ধিজীবী ও শিল্পরা। এদিন গান, কবিতা, নৃত্যের মাধ্যমে প্রতিবাদে সম্মেলিত হন প্রত্যেকে।
এদিন মিছিল থেকে বুদ্ধিজীবীরা অভিযোগ করলেন শুক্রবার রাত্রিবেলা তারা যখন ব্যানার টাঙানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল পুলিশ বাধা দেয়। ও তাদেরকে মাইক পর্যন্ত লাগাতে দেয়নি, এক প্রকার হ্যান্ড মাইক নিয়ে তারা আজকের এই প্রতিবাদী সভা করলেন বলে জানান তাঁরা। তবে প্রশাসনিক অসহযোগিতার মধ্যেও শনিবার সোচ্চার হলেন বাংলাদেশ ইস্যুতে। ভারত ও বাংলাদেশের মধ্যে যাতে শান্তি-শৃঙ্খলা আবার ফিরে আসে সাদা পায়রা উড়িয়ে সৌন্দর্যের বার্তা দেন তাঁরা।
এদিন বিজেপি নেত্রী লকেট বলেন, "আমি প্রত্যেক শিল্পীদের বলব, তাঁরা যেন বাংলাদেশের বিরুদ্ধে সরব হন। আমরা কি এতটাই স্বার্থপর হয়ে গিয়েছি যে যে প্রতিবাদ করতে পারছি না! আজ যাঁরা এই প্রতিবাদ কর্মসূচিতে এসেছেন তাঁদের ধন্যবাদ জানাই। আমরা হিন্দু, আমরা ভারতীয়। একের পর এক মেয়েদের সে দেশে শাখা-পলা থেকে শুরু করে বাইরে বেরনোর জন্য ফতোয়া জারি করে দেওয়া হচ্ছে। রক্তগঙ্গা বইছে। মন্দির ভাঙছে। লুঠ হচ্ছে। কেন কেউ কথা বলছেন না? কে সিপিএম, কে বিজপি কে তৃণমূল এসব না ভেবে আমাদের ভাবতে হবে যে আমরা ভারতীয়। আমাদের পাশেই বাংলাদেশ। আমাদের আওয়াজ তুলতে হবে এ নিয়ে। শুনছি মাইক বন্ধ করে দিচ্ছে সরকার। আমার তো সন্দেহ হচ্ছে এটা পশ্চিমবঙ্গ সরকার নাকি ইউনুস সরকার।"
অন্যদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জানান, "বাংলাদেশে যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, সনাতনী বাঙালিদের ওপর যেভাবে নির্যাতন হচ্ছে, তার বিরুদ্ধে, ইউনিসের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বাংলার বিভিন্ন জায়গা থেকে শিল্পী, সাহিত্যিকরা পথে নেমেছেন। তাঁরা আজ আন্দোলনরত। বাংলাদেশ সরকারের এহেন আচরণের প্রতিবাদে আমরা এই কর্মসূচি করছি।"