News details

image

Rabi Mondal / 27 November, 2024

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল সনাতন ঐক্য মঞ্চের

নিজস্ব প্রতিনিধি, নদীয়া – বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী তথা সনাতন জাগরণ জোট সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে উত্তাল বাংলাদেশ। একের পর এক হামলার ঘটনা ঘটেছে সংখ্যালঘু হিন্দুদের উপর। তার আঁচ পড়েছে ভারতেও। এবার সংখ্যালঘু হিন্দুদের উপর একের পর এক আক্রমণের ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল সনাতন ঐক্য মঞ্চের।

সূত্রের খবর, বাংলাদেশের ঘটনার প্রতিবাদে মিছিল করেন সনাতন ঐক্য মঞ্চ। বুধবার নদীয়ার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয় এক মহা মিছিল। যেখানে অংশগ্রহণ করে একাধিক সাধু-সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষ। এই মহা মিছিলের শেষে নদীয়া জেলা শাসকের কাছে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয় সনাতন ঐক্য মঞ্চের তরফে।

প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে সনাতন ঐক্য মঞ্চের অন্যতম সদস্য রঘুনাথ দাস বলেন, ‘বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচারের মাত্রা বাড়ছে সেখানে বাংলাদেশ সরকার নীরব ভূমিকা পালন করছে। ভাঙা হচ্ছে হিন্দুদের মঠ মন্দির, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি চিনময় প্রভুকে চক্রান্ত করে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। সংখ্যালঘু হিন্দুদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে ওখানকার সরকার। আমরা এরই প্রতিবাদে নদীয়া জেলার কৃষ্ণনগরের শহরে এই প্রতিবাদ মিছিল করছি। এই প্রতিবাদ মিছিল যেন বাংলাদেশকে দৃষ্টি আকর্ষণ করতে পারে সেই আশা রাখছি’।