কুলতলী ধর্ষণ কাণ্ডে ৬১ দিনের মধ্যে সাজা ঘোষণা
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা - ৬১ দিনের মাথায় কুলতলির চতুর্থ শ্রেণির ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করল আদালত। বৃহস্পতিবার সওয়াল জবাব শেষে মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করল বারুইপুর মহকুমা আদালত। শুক্রবার এই মামলার সাজা ঘোষণা হতে চলেছে কোর্টে।
কুলতলিতে নাবালিকা ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত হল মুস্তাকিন সর্দার। বৃহস্পতিবার মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করল বারুইপুর POCSO আদালত। বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশান ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় এদিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আগামী কাল বারুইপুর POCSO আদালতেই সাজা ঘোষণা হবে দোষীর। সরকারি আইনজীবী মুস্তাকিনের সর্বোচ্চ সাজা, অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়েছেন।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর নিখোঁজ হয়ে যায় চতুর্থ শ্রেণিতে পাঠরতা ওই নাবালিকা। ওই রাতেই তার দেহ উদ্ধার হয়। এরপর ৫ অক্টোবর নাবালিকাকে ধর্ষণ ও খুনে গ্রেফতার করা হয় মুস্তাকিনকে। ৭ অক্টোবর ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়। এর ২৫ দিনের মাথায়, গত ৩০ অক্টোবর পেশ হয় চার্জশিট।